শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএ’র নতুন চেয়ারম্যান ক্যামেরুনের এমিলিয়া

প্রতিবেদক: কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোবা লিফাকা। সূত্র- বাংলা ট্রিবিউন।

মঙ্গলবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টার দিকে ভোটাভুটি শুরু হয়।

জানা গেছে, সিপিএ’র চেয়ারপারসন পদে এবার তিন জন প্রার্থী হন। তারা হলেন-  ক্যামেরুনের এমিলিয়া মনজোবা লিফাকা, মনসেরাটের (monserrat) শিরলি এম. অজবর্ন এবং কুক আইল্যান্ডের মিক্কি র‌্যাটেল।

সিপিএ চেয়ারপারসন নির্বাচনে মোট ২১২টি ভোটের মধ্যে ভোট পড়ে ১৯২টি। এর মধ্যে এমিলিয়া মনজোয়া  ১০৭টি, কুক আইল্যান্ডের মিক্কি র‌্যাটেল ৭০টি এবং মনসেরাটের (monserrat) শিরলি এম. অজবর্ন ১৫টি ভোট পেয়েছেন।

বর্তমানে সিপিএ’র ভাইস চেয়ারপারসনের দায়িত্বে থাকা মনজোবা লিফাকা আগামী তিন বছরের জন্য শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
ফল ঘোষণার পর ক্যামেরুনসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা নেচে গেয়ে তার বিজয় উৎযাপন করেন। বিআইসিসি’র হল অব ফেমে ১০ মিনিট ধরে বিজয়ীকে ঘিরে ধরেই উল্লাস প্রকাশ শুরু হয়। পরে বাইরে বের হয়েও সেই উল্লাস চলতে থাকে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনজোবা সাংবাদিকদের বলেন, ‘আফ্রিকার জনগণকে ধন্যবাদ। সিপিএ’র যেসব অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে সেগুলো নিয়েই কাজ করবো।’
নতুন চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়ে বিদায়ী চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন ধারণা নিয়ে সিপিএ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়