শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০৮:০৫ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় কার্যালয়েই বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

মাঈন উদ্দিন আরিফ: রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ ‍চালুর মধ্য দিয়ে ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' পালন করছে বিএনপি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নেতাদের শেরে বাংলানগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার কথা ছিল।

তবে পুলিশের অনুমতি না পাওয়ায় দিবসের এই প্রধান কর্মসূচিটি পালন করতে পারেনি তারা।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার উদ্যোগে সামরিক পোশাক পরিহিত জিয়াউর রহমানের ছবি সম্বলিত দুটি বিশাল ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠন।

এবার দিনটি উপলক্ষে দলের এক যৌথ সভার পর ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই ঘোষণায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কোনো কর্মসূচি না থাকলেও পরে সেখানে ৮ নভেম্বর সমাবেশ করতে প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে রাজধানীতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে গত সপ্তাহ থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত সভা-সমাবেশে ও মানুষজন সমবেত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানোর পর সময় পিছিয়ে ১১ নভেম্বর সমাবেশ করতে নতুন করে আবেদন করেছে দলটি।

এদিকে দিবসটি উপলক্ষে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কার্যালয়ের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ দেবেন সারাদিন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেন। এতে ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ চিকিৎসকরা রয়েছেন।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়