শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এ্যাপেল’র ট্যাক্স লুকানোর তথ্য ফাঁস!

আনন্দ মোস্তফা: বিশ্বের সবথেকে লাভজনক প্রতিষ্ঠান, টেক-জায়েন্ট ‘এ্যাপেল’ বিলিয়ন ডলারের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য তৈরি করেছে এক গোপন ব্যবস্থা। গতকাল ফাঁস হওয়া প্যারাডাইস পেপারসের সূত্রমতে এ খবর জানা যায়। প্যারাডাইস পেপারস এ ফাঁস হওয়া রথী-মহারথীদের নামের তালিকায় নতুন সংযোজন হল এ্যাপেল।
ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, ২০১৩ সাল থেকে ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য এ্যাপেল ‘অফশোর’ ব্যাংকিং শুরু করে। তখন থেকে অদ্যাবধি ২৫২ বিলিয়ন ডলার ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার চ্যানেল আইল্যান্ডে অবস্থিত ‘জার্সি দ্বীপে’ অফশোর ব্যাংকিং এ জমা করে।
যদিও সংস্থাটি জানিয়েছে তারা কোনো ট্যাক্স ফাঁকি দেয়নি। তারা আরো জানায়, ‘এ্যাপেল পৃথিবীর সর্ববৃহৎ করদাতা যারা, বিগত তিন বছরে ৩৫ বিলিয়ন ডলার কর প্রদান করেছেন।
প্যারাডাইস পেপারস এ পাওয়া তথ্যমতে দেখা যায়, ২০১৪ সালের আগ পর্যন্ত এ্যাপেল যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডে ট্রাক্স আইনের দুর্বলতার সুযোগ নিয়েছে যা ‘ডাবল আইরিশ’ নামে পরিচিত।
কর ফাঁকি দেয়ার জন্য বিকল্প কাঠামো তৈরি করায় এ্যাপেল যুক্তরাষ্ট্রে ৩৫ ভাগ এবং আয়ারল্যান্ডে ১২.৫ ভাগ আয়করের পরিবর্তে মাত্র ৫ ভাগ আয়কর দেয়।
ফাঁঁস হওয়া তথ্যে আরো জানা যায় এ্যাপেল এই বিকল্প কাঠামোকে গোপন রাখার চেষ্টা করেছিল। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়