শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০৯:০৫ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসায় ইউনেস্কো মহাপরিচালক

তারেক : ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। ইরিনা বোকোভা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তাৎপর্যপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর চমৎকার নেতৃত্বের প্রশংসা করেন।

গতকাল সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এ সংস্থার বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে ইরিনা শিক্ষামন্ত্রীর কাছে এই প্রশংসা করেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী গত আট বছরের মেয়াদকালে বিভিন্ন ইস্যুতে বোকোভার ভূমিকার প্রশংসা করেন এবং ইউনেস্কোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি তাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের প্রতি ইউনেস্কোর ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ রেজিস্ট্রারে অন্তর্ভূক্তের ব্যাপারে মহাপরিচালক হিসেবে অবদানের জন্য শিক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও ধন্যবাদ বোকোভারকে পৌঁছে দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়