শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০৩:০১ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিরকুকে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ২০

সাইদুর রহমান : আবার অশান্ত হলো ইরাকের কিরকুক। কিছু দিন পূর্বে কুর্দিস্তান সমর্থিত বাহিনীকে হটিয়ে কিরকুক নিয়ন্ত্রণ নেয় ইরাকী সেনাবাহিনী। এরপরেই ইরাকের কেন্দ্রিয় সরকারের সাথে কুর্দিস্তান সরকারের চরম মতবিরোধ লাগে। এই পরিস্থিতিতে কিরকুকে জোড়া আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। খবর আল-জাজিরার।

পপুলার মোবালাইজেশন বাহিনীর দফতরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কিরকুকের প্রাণকেন্দ্র অ্যাটলাস শহরে এর অফিস। বাহিনীটি ইরান সমর্থিত। ২০১৪ সাল থেকে ইরাকের সরকারকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।

উল্লেখ্য, গতমাসে এই শহরটি পুনরুদ্ধার করার পর এটাই প্রথম হামলা। ২৫ সেপ্টেম্বর বিতর্কিত গণভোটে কুর্দিস্তান স্থানীয় সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিবাদ শুরু হয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত এড়াতে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিতের ঘোষণা দেয় ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার।

কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র বলে মনে করে। বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তান আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করে। কিরকুকেও ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় এর আগে কিরকুকের সাবেক গভর্নর নাজমিদ্দিন কারিমকে অপসারণ করে ইরাকি পার্লামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়