শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০২:৫৫ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় আগুনে পোড়ে ৫ দোকানে ১০লক্ষ টাকার ক্ষতি

আবুল বাশার শেখ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় আগুন লেগে ১০লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই এলাকার সাদসান ফেক্টরীর সামনে বকুল সরকার মার্কেটে সোমবার(৬নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ভালুকা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রকিবুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনায় চারটি মোদি দোকান ও একটি ফার্মেসী সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ৮/১০ লাখ টাকা হবে বলে জানায় ফায়ার সার্ভিস। বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করছে তারা। ক্ষতিগ্রস্থদের মধ্যে মোদি দোকানদার সিরাজুল ইসলাম, হাবিবুল্লাহ,আ. রাজ্জাক, খায়রুল ইসলাম ও সবুজ মিয়ার ফার্মেসি দোকান।

প্রত্যক্ষদর্শী আজিজুল হক জানান, রাতে হঠাৎ আগুনের লেলিহান দেখে দৌঁড়ে এসে দেখি সব পোড়ে ছাই হয়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, একটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিল যা পুরোপুরি বাঁচাতে পারলেও অন্য দোকানের আগুন নিয়ন্ত্রন করা যায়নি। তবে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরন হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারতো। ওই এলাকার রাস্তা-ঘাট সরু এবং খানা-খন্দে ভরে থাকায় ঘটনাস্থলে পৌঁছুতে একটু বিলম্ভিত হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়