শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ০২:৪০ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান শাওন অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় মো. শওকত বিন ওসমান শাওন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। এ দাবাড়ু ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে মো. আবজিদ রহামন রানার-আপ, যোয়ার হক প্রধান তৃতীয়, দেওয়ান শহিদুল আমীন চতুর্থ, মো. আনিসুজ্জামান মল্লিক পঞ্চম, মো. আব্দুল মালেক ষষ্ঠ, মো. শরীয়তউল্লাহ সপ্তম ও গিয়াস উদ্দিন আহমেদ অষ্টম স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ১২ জন খেলোয়াড়, এদের মধ্যে ৮ জন খেলোয়াড় নবম হতে ষোড়শ স্থান পেয়ে সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় বি দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

এরা হলেন: ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, আব্দুল মোমিন, মোহাম্মদ সিরাজুল কবীর, মো. মতিউর রহমান মামুন, মুকিতুল ইসলাম রিপন, জাবেদ আল আজাদ, নয়ন কুমার মোহন্ত এবং ফয়সাল হোসেন। সপ্তদশ হতে বিংশ স্থান পেয়ে বাদ অনত চৌধুরী, আমিনুল ইসলাম লিপন, জাকির হোসেন শিপলু ও সব্যসাচী মন্ডল। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় শাওন মামুনকে, আবজিদ মুতাকাব্বিরকে, আনিস আহমেদ জাহাঙ্গীর বাবুল, মালেক মো. নাসিম হোসেন ভূঁইয়াকে, শহীদুল নাসিরউদ্দিন অপুকে ও জাবেদ জাবের আল হামিদকে পরাজিত করেন। যোয়ার শরীয়তের সাথে, মনির শিপলুর সাথে, নয়ন লিপনের সাথে ও ফয়সাল রিপনের সাথে ড্র করেন।

গিয়াস সিরাজের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ১৭৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। শীর্ষস্থান প্রাপ্ত ১৬ জন খেলোয়াড় আগামী ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার হতে অনুষ্ঠেয় সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে ঢাকা শহরের পক্ষে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ফার্স্ট ফ্রাইডে আন্তর্জাতিক মাস্টারস দাবা নভেম্বর ২০১৭ মালয়েশিয়ার কুয়ালালামপুরে শহরে অনুষ্ঠানরত ফার্স্ট ফ্রাইডে আন্তর্জাতিক মাস্টারস দাবা নভেম্বর ২০১৭ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদসহ ৪ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।

আজ (রোববার) তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডে নিয়াজ মালয়েশিয়ার লাই লিক জাংকের সাথে এবং চতুর্থ রাউন্ডে ইন্দোনেশিয়ার সেটিয়াকি আজারইয়া জদির সাথে ড্র করেন। সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় বি দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় বি দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর খেলা আগামী ৭ নভেম্বর মঙ্গলবার বেলা ৩-০০ (তিন) টা হতে দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে।

বিভিন্ন বিভাগ,জেলা, দাবা ফেডারেশনের অন্তর্ভূক্ত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সংস্থা, বাহিনী ২১০০ + রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়, জাতীয় মহিলা, জাতীয় জুনিয়র ও বালিকা এবং জাতীয় সাব-জুনিয়র ও বালিকা চ্যাম্পিয়ন, ঢাকা শহরের বাছাইকৃত ১৬জন, আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাবপ্রাপ্ত খেলোয়াড়গণ এ ইভেন্টে অংশ নেবেন।

এ ইভেন্টের শীর্ষস্থান প্রাপ্ত ৯ খেলোয়াড় ৪৩তম জাতীয় এ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের ৫ গ্র্যান্ড মাস্টার গতবারের চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীব, রানার-আপ মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার-কে সরাসরি জাতীয় এ দাবায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সকল বিভাগ, জেলা, দাবা ফেডারেশনের অন্তর্ভূক্ত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সংস্থা, বাহিনী ২১০০ ও এর উপর রেটিং প্রাপ্ত খেলোয়াড় জাতীয় মহিলা, জাতীয় জুনিয়র ও বালিকা এবং জাতীয় সাব-জুনিয়র ও বালিকা চ্যাম্পিয়নকে আগামী ৪ নভেম্বরের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ ও স্ব-স্ব সংগঠনের পত্রসহ নাম জমা দিতে বলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়