শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ

এল আর বাদল : খেললো বাংলাদেশ, জিতল উজবেকিস্তান। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে লাল-সবুজের দলের এ হার উজবেকিস্তানের কাছে হয়নি, ভাগ্যের কাছে হেরেছে। আজ তাজিকিস্তানের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর ইনজুরি টাইমে (৯৩ মিনিট) আত্মঘাতী গোলে হেরে গেল বাংলাদেশ। ফলে গোল না করেই মাঠে হাটু গেড়ে উজবেকের ওরা ১১ সেনা বিজয় উল্লাসে মেতে উঠলো। দুর্দান্ত এক লড়াইয়ের পর ভাগ্যের ছোঁয়ায় জয় পেলে এমন উল্লাস তো হতেই পারে।
শ্রীলঙ্কার জালে ১০ গোল দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল উজবেকিস্তান। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধেও জয় পায় ৬ গোলে। দুই ম্যাচে ১৬ গোল করা এমন শক্তিশালীর সামনে দিয়ে উড়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মিনিটের কপালপোড়া ভাগ্যে সব শে। উজবেকদের কপাল ভালো তারা ম্যাচটি জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।
এদিকে প্রথমআলো অনলাইন জানিয়েছে, খেলার ৬ মিনিটেই যদি মাহবুবুর রহমান সুফিল সহজ গোলটা মিস না করতেন, তাহলে ম্যাচে জিতেই মাঠ ছাড়ত বাংলাদেশ। ম্যাচের চুলচেরা পরিসংখ্যান না দেখলেও বলে দেওয়া যায় বলের দখলে এগিয়ে ছিল উজবেকিস্তান। কিন্তু ম্যাচের সবচেয়ে সহজ গোলের সুযোগটি বাংলাদেশের। ৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে টুটুল হোসেন বাদশার এরিয়াল থ্রু নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্তভাবে বক্সে ঢুকেছিল সুফিল। তার সামনে শুধুই গোলরক্ষক। কিন্তু মনের বাঘের কাছে হেরে তালগোল পাকিয়ে ফেলে মালদ্বীপ ম্যাচের নায়ক।
সারা ম্যাচে দুর্দান্ত ছিল বাংলাদেশের যুবারা। কিন্তু শেষটা রাঙানো হলো না। এই হারে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাছাইপর্বের টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে উজবেকিস্তান। চূড়ান্তপর্বের টিকিটের আশা প্রায় শেষ হয়ে গিয়েছে বলাই যায়। এখন কিছু যদি-কিন্তুর ওপরে ঝুলে থাকল চূড়ান্তপর্বের আশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়