শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ১১:৩১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিটকে পড়লেন কাইল হোপ, সুযোগ পেলেন আমব্রিস

আক্তারুজ্জামান: এ বছরের আগস্টেই অনেক আশা নিয়ে ঢুকেছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে। তারপর ৫টা টেস্ট খেলে ফেললেন কাইল হোপ। কিন্তু দলের জন্য একটা ফিফটি কিংবা সেঞ্চুরি কোনটাই করতে পারেননি। তাকে নিয়ে আশাহত উইন্ডিজ নির্বাচকরা। এবার তাকে বাদ দিয়ে নতুন আশার দিকে ছুটলো তারা। এবার আরেক ব্যাটসম্যান সুনিল আমব্রিসকে দলে নিলো নির্বাচকরা। দল থেকে ছিটকে গেলেন কাইল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ক্যারিবিয়ান দলে সুযোগ পেয়েছেন মাত্র একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা আমব্রিস।
দুদিন আগেই শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজেও দলের হয়ে পারফর্ম করতে পারেননি কাইল। প্রথম টেস্টেও দুই ইনিংসে ১৬ এবং ৪৩। পরের টেস্টে মাত্র ১ রান! এবার ২৪ বছরের আমব্রিসকে তাই দলে ডেকে নিতে তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি নির্বাচকদের। সেন্ট ভিনসেন্টের আমব্রিস ৩৮ ফার্স্ট ক্লাস ম্যাচে ৩১.১৪ গড়ে ১৯০০ রান করেছেন। ৫টি সেঞ্চুরি আছে।
উইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন কাইলকে বাদ দিয়ে আমব্রিসকে দলে টানার ব্যাখ্যায় বলেন, 'সুনিল দলে কাইল হোপের জায়গা নিল। আর সেটা সব সংস্করণে তার দারুণ ধারাবাহিকতা এবং "এ" দলের হয়ে চমৎকার খেলার জন্য। কাইলকে বলেছি ঘরোয়া আসরে ফিরে তার প্রতিভার প্রমাণ আবার দিয়ে দলে ফিরতে।' ওয়েলিংটনে ১ থেকে ৫ ডিসেম্বর কিউইদের সাথে প্রথম টেস্ট উইন্ডিজের। ৯ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
নিউজিল্যান্ড সিরিজে উইন্ডিজের টেস্ট দল : জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, জারমেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমার, শাই হোপ, আলজারি জোসেফ, কিয়েরন পাওয়েল, রেমন রেইফার, কেমার রোচ। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়