শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উড়ন্ত ম্যানসিটি আর্সেনালকেও হারালো

স্পোর্টস ডেস্ক: জয়রথ ছুটিয়েই চলছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ, বাইরের মাঠ সব জায়গায় সমান দুর্দান্ত গার্দিওলার দল। জয়ের নেশায় উড়ছে ম্যানচেস্টার সিটি। এবার তাদেও শিকার আর্সেনাল
সিটিজেনদের মাঠে ৩-১ গোলে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের দল। টানা নয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকল ম্যানসিটি। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৯ পয়েন্টে ছয়ে অবস্থান আর্সেনালের।
গতকাল রবিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। ফল পেতেও দেরি হয়নি দলটির। ১৯ মিনিটে ফার্নান্দিনহোর সঙ্গে বল দেয়া-নেয়া করে ২০ গজ দূর থেকে কেভিন ডি ব্রুইনের জোরাল শটে আর্সেনাল গোলরক্ষক পিত্তর চেক পরাস্ত হন।
এগিয়ে থেকে আর্সেনালকে আরও চেপে ধরে স্বাগতিকরা। ৩৩ মিনিটে ডেভিড সিলভার পাস সঠিক জায়গায় থাকলেও সেখানে ছিলেন না কেউ। ৩৫ মিনিটে ডানপ্রান্ত থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রস লেরয় সানে পা ছোঁয়াতে না পারলে গোলের সুযোগ হাতছাড়া হয় গার্দিওলার শিষ্যদের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। ম্যানসিটি রক্ষণকে ফাঁকি দিয়ে অ্যালেক্সিস সানচেজ বল বাড়িয়ে দেন অ্যারন রামসির দিকে। সেই পাসে রামসির নেয়া জোরাল শট কোনরকমে ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন সিটিজেন গোলরক্ষক এডারসন।
বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। ৪৯ মিনিটে রাহিম স্টার্লিংকে বাজেভাবে ট্যাকল করে সিটিজেনদের পেনাল্টি উপহার দেন গানার ডিফেন্ডার নাচো মনরিয়েল। পেনাল্টি থেকে গোল আদায় করেন সার্জিও আগুয়েরো।
ম্যাচের ৬৫ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তের গোলে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি আর্সেনালের। ৭৪ মিনিটে গানারদের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল জেসাস। ডানপ্রান্ত থেকে ডেভিড সিলভার ক্রসে গোলরক্ষক চেককে পরাস্ত করে দলের টানা নবম জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়