শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশার বৃত্তেই আটকে থাকলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞায় মৌসুমে শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সিআর সেভেন। মাঠে ফিরলেও গোলের দেখা পাচ্ছেন না তিনি। অবশ্য চ্যাম্পিয়নস লিগে আছেন ফর্মে। কিন্তু স্প্যানিশ লা লিগায় নিয়মিত সুযোগ নষ্ট করে হতাশার বৃত্তে ‘আটক’ হয়ে আছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।
গতকাল রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মার্কো অ্যাসেনসিও, ইসকো ও ক্যাসেমিরোর গোলে পালমাসকে ৩-০ ব্যবধানে পরাজিত করে জিনেদিন জিদানের দল। লা লিগায় জিরোনা আর চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে টানা দুই ম্যাচ হেরে চাপেই ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে পালমাসকে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরল দুই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
রিয়ালের জয়ে ফেরার রাতে মলিন মুখেই মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। পালমাসের বিপক্ষে নষ্ট করেছেন বেশ কয়েকটি সুযোগ। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি। অথচ মাত্র ক’দিন আগে হাসিমুখেই বর্ষসেরার মুকুট শোকেসে সাজালেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তো রোনালদো ভেবেছিলেন সেরার খেতাব জিতে মাঠেও সেরা কিছু দেখাবেন সমর্থকদের। কিন্তু রোনালদোর সে আশার দেয়ালে বারবার ধাক্কা দিচ্ছে বেরসিক হতাশা।
চলতি বছর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে ১২ গোল ৩ অ্যাসিস্ট রোনালদোর নামের পাশে। যার মধ্যে দেশের জার্সিতে করেছেন ৯টি গোল। চ্যাম্পিয়নস লিগে ৬টি আর ১টি করে গোল করেছেন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপে। ইএসপিএনএফসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়