শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ১১:০০ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

মাঈন উদ্দিন আরিফ: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানে  সমাবেশ করার  অনুমতি পায়নি বিএনপি।

৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেয় বিএনপি। চিঠি পেয়ে ডিএমপি কমিশনার বিএনপিকে জানিয়েছেন, ১০ নভেম্বরের পর সমাবেশ করলে বিবেচনা করে দেখা  হবে।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে দেখা করে সমাবেশ করার অনুমতি চান।

এ্যানী বলেন, আমরা ডিএমপি কমিশনারের কাছে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করারর অনুমতি চেয়েছি। সেখানে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কিন্তু পুলিশ কমিশনার আমাদের ৮ নভেম্বরের আগে অনুমতি দেয়া যাবে না বলে জানিয়েছেন।

৮ নভেম্বর কোনো হলের ভেতর  প্রোগ্রাম  করলে সমস্যা নেই। তবে ১০নভেম্বরের পরে হলে বিবেচনায় নেবে ডিএমপি কমিশনার।

ঘটনাবহুল ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। গত বছরও দিনটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত সেই সমাবেশের অনুমতি মেলেনি।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়