শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যাননের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: ফখরুল

মাঈন উদ্দিন আরিফ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকের মূল অালোচনায় ছিলো রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতি। শ্যাননের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
থমাস এ শ্যাননের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো পাঁচজন উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন। এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। গুলশান কার্যালয়েই ওই সাক্ষাৎ অনুষ্ঠান হবে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের উপস্থিত থাকার কথা রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়