শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:১৭ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেরি করে অফিসে আসা রুখতে ভারতীয় রেলে বসছে আধার-নির্ভর বায়োমেট্রিক সিস্টেম

অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: দেরি করে হাজিরার দিন শেষ হচ্ছে রেলে। কারণ, এবার, আধার-নির্ভর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের রেলমন্ত্রক। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশটির প্রতিটি জোন ও ডিভিশনে এই নতুন হাজিরা পদ্ধতি কার্যকর হবে।
গত ৩ নভেম্বর এই মর্মে একটি নির্দেশিকা প্রত্যেক জোনে জারি করেছে রেল বোর্ড। সেই অনুযায়ী, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম প্রথম পর্যায়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক ডিভিশন ও জোনের দফতর, কলকাতা মেট্রো, রেল ওয়ার্কশপ, কারখানা ও প্রোডাকশন ইউনিটে চালু হবে। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রায়ত্ত এবং অধীনস্থ বিভাগ সহ রেলের সকল দফতরে আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই সিস্টেম বসে যাবে।
রেলের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, লক্ষ্য হল অফিসারদের দফতরে দেরি করে বা না আসার প্রবণতা রোখা। তিনি বলেন, একবার দেশটির সবকটি রেল জোন ও ডিভিশনে কার্যকর হলে, হাজিরা-সংক্রান্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে। এর জন্য বায়োমেট্রিক মেশিনের সঙ্গে সিসিটিভি বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে রেল বোর্ড এবং কয়েকটি জোনাল সদরে এই সিস্টেম বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন সিস্টেম এমনভাবে কার্যকর করতে হবে যাতে ডিভিশনাল রেল ম্যানেজারের দফতর থেকে তার ওপর নজর রাখা যায়।
আনিস/
  • সর্বশেষ
  • জনপ্রিয়