শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৮:০২ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্কোয় পুতিন বিরোধী প্রতিবাদে আটক ২৬৩

আঞ্জুমান আরা অনু : রাশিয়ার রাজধানী মস্কোতে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রোববার বিক্ষোভকারী ২৬৩ জনকে আটক করে রাশিয়ান পুলিশ। অনুমতি ছাড়া বিক্ষোভের কারণেই তাদের আটক করা হয়েছে বলে তারা জানায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আটক বিক্ষোভকারীদের সঙ্গে ছুরি, ও রাবার বুলেট নিক্ষেপকারী পিস্তলসহ নানা ধরনের অস্ত্র ছিল। ‘ইকো অব মস্কো’ রেডিও স্টেশনের এক সাংবাদিক তার টুইটারে বলেন, আটককৃতদের মধ্যে বেশিরভাগই তরুণ।

সারাতভের বাসিন্দা রাজনীতিবিদ ভায়াচেস্লাভ মালৎসেভ তার ব্যক্তিগত ওয়েবসাইটে পুতিনের শাসনের অবসান ও ‘গণঅভ্যুত্থান’ এর ডাক দিয়ে তার সমর্থকদের এই বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন । তার বিরুদ্ধে এ বছরের শুরুর দিকে কট্টর কার্যক্রমের অভিযোগে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি প্যারিসে পালিয়ে যান । গত অক্টোবরে তার সংগঠনটিকে নিষিদ্ধ করে আদালত।

পুতিনবিরোধী রাজনীতিবিদ আলেক্সেই নাভালনিও বিভিন্ন সময়ে তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানান। ফলে গত জুনেই তার ১৫০০ সমর্থককে গ্রেফতার করা হয়।

এফএসবি সিকিউরিটি সার্ভিস শুক্রবার জানিয়েছে, ৪ এবং ৫ সেপ্টেম্বর সরকারি অফিসে অগ্নিকান্ড এবং পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালানোর জন্য মালৎসেভের সমর্থকদের একটি দলের "বড় ধারনের চরমপন্থী কর্ম" চালানোর পরিকল্পনা ছিল। নিরাপত্তা বাহিনী জানায়, পুলিশ পাঁচটি শহরে মালৎসেভের সমর্থকদের দলের কার্যক্রম বন্ধ করে দেয়। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়