শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৪:৫৮ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে বাসে আগুন : গ্রেফতার ১৬ জনের রিমান্ড আবেদনের শুনানি মঙ্গলবার

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপির ২১ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) ফেনী সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। সূত্র : বাংলা ট্রিবিউন

রোববার (৫ নভেম্বর) বিকালে ফেনী সদরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিম অসীম কুমার দে’র আদালেতে গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বিচারক মঙ্গলবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী ইউছুপ আলমগীর এ তথ্য নিশ্চিত করেন। ইউছুপ আলমগীর বলেন, ‘আসামিদের রিমান্ড নামন্জুর করে আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরীও একই তথ্য জানান।

ওসি রাশেদ খান চৌধুরী জানান, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি বরাত ও সাধারণ সম্পাদক মামুনসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রদল নেতা নূরে সালাম মিলন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তবে ছাত্রদল নেতা মিলনের বাবা হাজী পেয়ার আহমেদ সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, দুদিন আটক রেখে দফায় দফায় মিলনকে নির্যাতন করা হয়। ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়। মিলনকে স্বীকারোত্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়