শিরোনাম

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৪:১২ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশের ব্যবসার অপার সম্ভাবনা রয়েছে

ড. দেলোয়ার হোসেন : মালয়েশিয়ায় বাংলাদেশের লেবার সরবরাহ ছাড়া তেমন কোনো ব্যবসা নেই বললেই চলে। সীমিত পর্যায়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কিছু ব্যবসা করছেন। এই ধরেন ছোটখাটো কিছু ব্যবসা। কন্সট্রাকশনের সরঞ্জাম সাপ্লাইয়ের কাজ। সাব-কন্ট্রাকে কিছু কাজ করছে। ছোট ব্যবসা বলতে আমদের বাঙালি ব্যবসায়ীরা কিছু রেস্টুরেন্ট, সুপারশপ এসব ব্যবসা করছে। এগুলো ছোট পরিসরে, ছোট উদ্যোক্তাদের জন্য। এই ক্ষেত্রে যারা বাংলাদেশের ব্যবসায়ী রয়েছেন তাদের আমি বলবো, কন্সট্রাকশন ব্যবসা করার জন্য। মালয়েশিয়ায় কন্সট্রাকশন ব্যবসার বিরাট সম্ভাবনা রয়েছে। এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা করছেন। সেক্ষেত্রে আমরা মালয়েশিয়াকে অগ্রাধিকার দিতে পারি। বিপুল আয়ের এবং রেমিট্যান্স প্রাপ্তির সুযোগ রয়েছে। যদি কোনো উদ্যোক্তা এই মুহূর্তে মালয়েশিয়ায় ব্যবসা করতে চায়; তাহলে আমি বলব কন্সট্রাকশন ও আইটি সেক্টরের কথা। এগুলো বড় সেক্টর। অনেক সুন্দর সুন্দর হোটেল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, হাউজিং হচ্ছে। বাংলাদেশ সরকার যদি বড় ব্যবসায়ীদের সুযোগ করে দেন, আমরা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারব। যেমন আফ্রিকান কয়েকটি দেশে ব্যবসা করার যে অনুমতি দিয়েছে সরকার, এভাবে যদি মালয়েশিয়াতেও সুযোগ করে দেয় বিনিযোগ করার জন্য; তাহলে মালয়েশিয়াতে বিরাট বিনিয়োগের সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা এগিয়ে আসতে হবে, বাংলাদেশ থেকেও অনেক বেশি লাভজনক ব্যবসা রয়েছে মালয়েশিয়াতে। লিভিং স্ট্যান্ডার্ডও বাংলাদেশ থেকে অনেক ভালো। ব্যবসা শুরু করার সুযোগ ও সরঞ্জাম প্রাপ্তি বাংলাদেশ থেকেও অনেক সহজ। মানে ব্যবসা করতে সহায়ক যে পণ্য প্রাপ্তি খুব সহজ। বাংলাদেশের যে ব্যবসায়ী সংগঠনগুলো আছে তারা উদ্যোগ নিতে পারে। আমি বলছি, আফ্রিকাতে যেভাবে সুযোগগুলো দিয়েছে সরকার, সে সুযোগগুলো যেন মালয়েশিয়ার জন্যও দেয়া হয়। ফান্ড ট্রান্সফার সহজ করে দেয়া। ডুয়েল ট্যাক্সকে রিমুভ করে, সিঙ্গেল করে দেয়া। যেমন আমি যখন ওখানে ট্যাক্স দিবো, বাংলাদেশে অর্থ আনার সময় যেন আবার ট্যাক্স দিতে না হয়। বাংলাদেশ সরকারও ওই দেশের সাথে আলাপ করে এ সুযোগ তৈরি করে দিতে পারে। তাহলে ওই আয়টা দেশে রি-ইনভেস্ট হতে পারে। রেমিট্যান্সেও এটা বিরাট ভূমিকা রাখবে, যা বাংলাদেশের গতিশীল অর্থনীতিকে আরো গতিশীল করবে।
পরিচিতি : বিশিষ্ট ব্যবসায়ী
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়