শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ইভিএম নিয়ে দোটানা

ডেস্ক রিপোর্ট : আগামী ২১ ডিসেম্বর ভোটের তারিখ রেখে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিটির মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহীরা ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গতকাল এ তফসিল ঘোষণা করেন। এ নির্বাচন আয়োজনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। তার সঙ্গে থাকছেন ১১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে মেয়র প্রার্থীরা এবার প্রথমবারের মতো নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন।
এদিকে রংপুর সিটিতে ইভিএম ব্যবহার নিয়ে ‘দোটানায়’ রয়েছে নির্বাচন কমিশন। সিইসি বলছেন, নিজেদের তৈরি নতুন ইভিএম হবে আর সচিব বলছেন, পুরনো ইভিএম ব্যবহারের চিন্তা রয়েছে।

অবশ্য রিটার্নিং অফিসার এ বিষয়ে নির্দেশনাই পাননি। এবারও ইভিএমের বিপক্ষে অবস্থান রয়েছে বিএনপির। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ২০১৮ সালের ১৮ মার্চের মধ্যে রংপুরে নির্বাচন করতে হবে। এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি। পাঁচ বছর আগে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। সেই নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। নির্বাচনে জিতে সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

নির্বাচন নিরপেক্ষ হবে আশ্বাস সিইসির : রংপুর সিটি নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন করব নিরপেক্ষভাবে, গ্রহণযোগ্য উপায়ে। আমাদের বিধিবিধান যা আছে সেগুলোর আলোকে নির্বাচন অনুষ্ঠিত করব। তফসিল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা চেষ্টা করব ইভিএম ব্যবহারের। সবকিছু ঠিকঠাক থাকলে সীমিত আকারে ইভিএম ব্যবহার করব। ইভিএম মেশিন পুরনোটা ব্যবহার হবে কিনা এর জবাবে সিইসি বলেন, ‘নতুন মেশিন ব্যবহার হবে। এ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা এ প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা বলেন, এটা একটু ব্যয়বহুল। আমরা সীমিত আকারে সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই। প্রার্থীদের পোস্টারে রংপুর ছেয়ে গেছে। অনেক প্রার্থী তফসিল ঘোষণার আগেই আগাম ২০ থেকে ২৫ লাখ টাকা খরচ করেছেন এমন খবরও আছে।

এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা এখন সিদ্ধান্ত নিইনি। কমিশনের সঙ্গে বসতে হবে। কী অবস্থায় আছে এটা আমরা দেখব। কে পোস্টার লাগিয়েছে তাদের বের করার একটা বিষয় আছে। এটা কমিশনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, এটা বুঝতে হবে প্রার্থী কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এখন এ টাকা প্রার্থী খরচ করেছে, না অন্য কেউ করছে এখনো তো আমরা বলতে পারব না। আর পোস্টার সরানোর বিষয়টি হলো, এতদিন সিটি করপোরেশন আইনের অধীনে ওগুলো সরাতে বলেছিলাম। এখন আমরা নির্বাচনী আইনের অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমার যতটুকু জানা আছে অনলাইনে জমা দেওয়ার বিষয়ে সিটি করপোরেশনে এমন কোনো প্রভিশন নেই। আমরা চেষ্টা করব আইন সংস্কারের জন্য। এটা ইমপ্রুভ করলে পরবর্তী সময়ে বিবেচনা করতে পারব।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়