শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০৪:৩৮ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাক যুদ্ধে ভুল পথে পরিচালিত হয়েছিলো যুক্তরাজ্য : গর্ডন ব্রাউন

মাহাদী আহমেদ : যুক্তরাজ্যের সাবেক প্রধান মন্ত্রী ও লেবার পার্টি’র সাবেক নেতা গর্ডন ব্রাউন বলেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে ভুল পথে পরিচালিত করা হয়েছিলো।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র রয়েছে বলে যুক্তরাজ্যের কাছে যে তথ্য এসেছিলো, তা সম্পূর্ণ ভুল ছিলো।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী যারা ইরাকের সাদ্দাম সরকারের কাছে ভয়ানক মারণাস্ত্র রয়েছে বলে দাবি করেছিলো, তারা এ যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহনের পূর্বে তাদের সাথে কোনও তথ্য ভাগাভাগি করেনি।

গর্ডন ব্রাউন তার স্মৃতি হাতড়ে বলেন, আমাদের শুধু ভুল তথ্যই দেয়া হয়নি, আমাদের ভুল পথে পরিচালিতও করা হয়েছিলো।

দায়িত্ব ছাড়ার পর এ সকল তথ্য সম্পর্কে তিনি জানতে পারেন বলে তিনি দাবি করেন।

২০০৩ সালের মার্চে শুরু হওয়া ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের জনগণ বিভক্ত হয়ে পড়েছিলো। এ যুদ্ধে যুক্তরাজ্যের ১৭৯ জন সৈন্য নিহত হয়েছিলো।
ইরাকের সাদ্দাম হোসেন সরকারের কাছে ভয়ানক মারনাস্ত্র রয়েছে এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সাথে মিত্রজোট গঠনের মাধ্যমে ইরাক যুদ্ধে যোগদান করেছিলো। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়