শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০২:৪৩ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় ২০১৭-১৮ মৌসুমে খরিপ-১ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা ও পুণর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সদর উপজেলা কৃষি সস্প্রসারণের অধিদপ্তরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বীজ ও সার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভীনের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি সদর উপজেলার ৩ হাজার ৪শ’ ৫৮ জন কৃষকের মধ্যে সরিষা, ভুট্টা, মুগডাল, বিটি বেগুন, গম এবং বোরো আবাদের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছেন ২ হাজার ১৫ জন সরিষা চাষী, ৩৫০ জন ভুট্টাচাষী, ৭৫ জন মুগডালচাষী, ২৬০ জন গমচাষী এবং ৭৫৫ জন বোরো চাষী।

অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সদর উপজেলার ৩২টি দু:স্থ, অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২ ব্যান্ডিল করে ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন আব্দুল মালেক এমপি। এ সময় অন্যন্যোর মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা একেএম মান্নান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এসএ হায়াৎ উপস্থিত ছিলেন।

সজিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়