শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০১:৩২ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় দুই রাজনৈতিক দলের কাছে রোহিঙ্গা ইস্যুও বিতর্কমুক্ত নয়

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, বড় দুই রাজনৈতিক দলের কাছে রোহিঙ্গা ইস্যুও বিতর্কমুক্ত নয়। যে কোনো বিষয় হাতে পেলেই আওয়ামী লীগ ও বিএনপি একে রাজনৈতিক কাজে লাগানোর জন্য কথা কাটাকাটি, হাত চালাচালি ও দোষারোপের প্রতিযোগিতায়সহ দেশ মাতিয়ে তোলার চেষ্টায়রত থাকে। বৃহস্পতিবার বাসদের এ নেতা এক সাক্ষাৎকারে এ প্রতিবেদককে এসব কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, বড় দুই দলের একদল মানবিক কার্যক্রমে বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার দাবি ঘোষণা করেছে, আরেকদল তার অন্তসার শূন্যতা প্রমাণ করতেই ছুটে চলেছেন। এটাও নির্বিবাদে বা সহজে সম্পন্ন হলে দেশব্যাপী তোলপাড় করা যায না। তাই এক দলের বহরে হামলা, গুলি ও বোমাকে কেন্দ্র করে বাহাস চলছে। এক্ষেত্রে সরকারের দায়িত্ব যে বেশী সেটা তারা যেমন ভুলিয়ে দিতে চান, তেমনি আক্রান্ত পক্ষ বাতাস গুলিয়ে তুলতে পিছ পা হতে চান না।

তিনি আরও বলেন, বড় দুই দলের অসুস্থ প্রতিযোগিতায় ও প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন যতই কাছে আসবে, ততই এর পরিধি বাড়তে থাকবে মনে করে জনগণের মধ্যে সংজ্ঞা বেড়ে চলেছে। এই শক্তিগুলোকে ভদ্র ও সুবোধ বানানোর উপদেশ ও অনুরোধ বাদ দিয়ে সুবোধ সজ্জন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ব্যক্তিবর্গ ও রাজনৈতিক শক্তিসমূহকে এগিয়ে এসে বিকল্পশক্তি নির্মাণের মাধ্যমে জনগণকে সংজ্ঞামুক্ত ও আশাবাদী করা সময়ের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়