শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ০১:২৫ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় শতাধিক নিহত

সাইদুর রহমান : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ্জুরে আইএসের পেতে রাখা গাড়ি বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে বোকমাল এলাকায় এই বোমা হামলার ঘটনায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর যোদ্ধারাও রয়েছে। বোকমাল এলাকার শরণার্থীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সূত্র : আল-জাজিরা

দেইর আজ্জুরের সেনা কাউন্সিলের সূত্র জার্মান বার্তা সংস্থাকে জানিয়েছে, তেল টেঙ্কার গাড়িকে লক্ষ্য করে আইএসের এ হামলায় বহু মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে অনেক। আহতদের অনেকে শঙ্কটাপূর্ণ। যদিও আইএস এখনও এ হামলার দায় স্বীকার করে নি। বোকমাল এলাকায় লাগাতার কয়েক দিন যাবৎ রাশিয়া বিমান হামলা চালিয়ে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রদেশের অস্থায়ী শরণার্থীদের একটি ক্যাম্পের ভেতরে একটি গাড়িতে করে বোমাটি পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে, গোটা দেইর আজ্জুরে শহর থেকে এর শব্দ শোনা গেছে।
দেইর আজ্জুরে মূলত দুই ফ্রন্টের লড়াই চলছে। প্রথমত দক্ষিণ ফুরাত অঞ্চলে সিরিয়ার আসাদ সেনারা রাশিয়ার বিমান সহায়তায় যুদ্ধ করছে। অপর পক্ষ সিরিয়ান ডেমোক্র্যাটি বাহিনী, যারা ফুরাত নদীর পূর্বাঞ্চলে আমেরিকার সহায়তায় যুদ্ধ করছে।

দেইর আজ্জুরে এসব যুদ্ধে বেসামরিক নাগরিকরাই ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। প্রায় কয়েক লক্ষ বেসামরিক নাগরিক হুমকির সম্মুখীন হয়েছে। যাদের মধ্যে দেড় লক্ষ শিশু রয়েছে।

উল্লেখ্য, দেইর আজ্জুরের প্রায় ৩৭ % আইএস নিয়ন্ত্রণ করছে। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়