শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামরার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৭, ১২:১৫ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৭, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান বিচারপতি দেশে ফিরলেও দায়িত্ব নেয়া সুদূর পরাহত : মাহবুবে আলম

সারোয়ার জাহান : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এলেও অন্য বিচারপতিরা যদি তার সাথে বেঞ্চে না বসেন তবে তার দায়িত্ব নেয়া সুদূর পরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সকালে সংবাদিকদেরকে তিনি একথা বলেন।

গত অক্টোবর মাসের শুরুতে ছুটির জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়া প্রধান বিচারপতি এসকে সিনহা ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নভেম্বরের ৯ তারিখ তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া গমনের পরদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, দুর্নীতির অভিযোগের কারণে সহকর্মীরা বিচারপতি এস কে সিনহার সঙ্গে কাজ করতে না চাওয়ায় তার প্রধান বিচারপতির পদে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।

সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তি রয়েছে বলেও মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, বিচারপতির সিনহার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ পাচার ও নৈতিক স্খলনসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন রাষ্ট্রপতি। সহকর্মীরা এর ব্যাখ্যা চাইলে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

এসকে সিনহার অনুপস্থিতিতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন আব্দুল ওয়াহহাব মিঞা।

সূত্র : যমুনা ও ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়