শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইড্রলিক হর্ন বন্ধে হাইকোর্টের নির্দেশ

আলী মোহাম্মদ ঢালী: রাজধানী ঢাকাসহ সারা দেশের যানবাহনে হাইড্রলিক হর্ন বা উচ্চ শব্দ বিশিষ্ট হর্ন ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পরিবেশ বিধিমালা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে উচ্চ মাত্রার শব্দ নিয়ন্ত্রণে সারাদেশে পর্যবেক্ষণ দল গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি আইওএ, বিআরটিএর চেয়ারম্যান, যুগ্ম কমিশনার (ট্রাফিক) এর প্রতি এ নির্দেশ দেন।

সারা দেশে যানবাহনে হাইড্রলিক হর্ন বা উচ্চ শব্দযুক্ত হর্ন ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ওই সম্পূরক আবেদনটি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

পরে আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ বলেন, পরিবেশ বিধিমালা ১৯৯৭ ও সাউন্ড পলিউশন কন্ট্রোল রুল ২০০৬-তে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকায় শব্দের মানের মাত্রা উল্লেখ রয়েছে। বিধিগুলো অনুসারে, এসব এলাকায় উচ্চমাত্রার শব্দযুক্ত হর্ন ব্যবহার করা যাবে না। অথচ যানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার হচ্ছে। আদালত রাজধানীর ধানমন্ডি, গুলশান অফিসার্স ক্লাব এলাকাসহ সারা দেশে উচ্চ শব্দ নিয়ন্ত্রণে পর্যবেক্ষক দল গঠন করতে ওই চারজনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ১৩ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন আদালত।

 

প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়