শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ার্নের কাছে পাত্তাই পেল না ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক: পুরনো কোচকে নতুন করে পেয়ে যেন দেখা মিলল এক উড়ন্ত বায়ার্নের। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে জুপ হেইঙ্কসের দল। বুরুশিয়ার ঘরের মাঠে প্রথম গোলের দেখা পায় বায়ার্নই। রবার্ট লেভান্ডোভস্কির ব্যাকহিল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান আরিয়েন রোবেন। এই গোলের মাধ্যমে বায়ার্নের ক্লাব ইতিহাসে জায়গা করেন নেন ডাচ তারকা। জার্মান ‘কাইজার’দের বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার এখন রোবেন। বায়ার্নের বিখ্যাত জার্সিতে এদিন ৯৩তম গোল করেন তিনি। নিজেদের আধিপত্য বজায় রেখে প্রথমার্ধে আরও একবার লিড নেয় সফরকারীরা। ৩৭ মিনিটে দলকে এগিয়ে দেন প্রথম গোলের জোগানদাতা লেভান্ডোভস্কি। লিগে ১১তম গোল করে মৌসুমে এখন পর্যন্ত টপ স্কোরার এই পোলিশ স্ট্রাইকার। আর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্বাগতিকের কফিনে শেষ পেরেক গেড়ে দেন ডেভিড আলবা। ম্যাচের অন্তিম মুহূর্তে একটি গোল শোধ করে বরুশিয়া। দলের একমাত্র গোলটি করেন গত এপ্রিলে বোমা হামলায় আহত স্প্যানিশ ও সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্তা। জুপ হেইঙ্কস দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত বায়ার্ন। আর সবশেষ সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে বরুশিয়া। এই জয়ে চার পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন(১১ ম্যাচে ২৬)। বর্তমান চ্যাম্পিয়ন দলটি টানা ষষ্ঠ লিগ শিরোপার দিকে ভালভাবেই ছুটছে। দুইয়ে আছে আরবি লিপজিগ (১১ ম্যাচে ২২)। আর ছয় পয়েন্ট কম নিয়ে তিননম্বরে বরুশিয়া (১১ ম্যাচে ২০)। গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়