শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ১০:১৫ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিরকে বিসিবির এক ধমক

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে স্বাগতিক সিলেট সিক্সার্স। তবে ম্যাচ শেষে আনন্দ পরিপূর্ণভাবে বুঝি করতে পারেনি দলটি। কারণ টসের জন্য দেরি করে মাঠে আসায় সিলেটের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে দুইজনেরই।
শনিবার ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেয় স্বাগতিক সিলেট। তবে ম্যাচের শুরুতে এদিন টস অনুষ্ঠিত হতে ৬ মিনিট দেরি হয়। মূলত দলের খেলোয়াড় তালিকা দিতে দেরি করে দলটি। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি টস। ম্যাচের পর সিলেট দলের অধিনায়ক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার আক্তারুজ্জামান।

বিসিবির কোড অব কন্টাক্টের অনুচ্ছেদ ২.১.১ নীতিমালা ভঙ্গ করায় নাসির ও শান্তকে সতর্ক করে বিসিবি। লেভেল-১ অনুযায়ী এ অপরাধের সর্বনিম্ন শাস্তি পেয়েছেন এ দুইজন। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া এবং ১ অথবা ২ ডিমেরিট পয়েন্ট যোগ করা। নিয়ম অনুযায়ী ৪টি ডিমেরিট পয়েন্ট হলে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে সর্বোচ্চ শাস্তিও পেতে পারতেন নাসির ও শান্ত। খেলার পরে দুইজনই ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। ফলে তাদের সর্বনিম্ন শাস্তি দেয় বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়