শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৯:১৬ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতদিন ইদ্দত পালন করবে?

সাইদুর রহমান : অনেক সময় দেখা যায়, স্বামীর মৃত্যুর স্ত্রীরা যথাযথভাবে ইদ্দত পালন করে না। ইদ্দতের নিয়ম পালন করে না। আবার অনেক নারী অজ্ঞতাবশত অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে শরিয়তের বিধান চরমভাবে লঙ্ঘিত হয়। স্বামীর মৃত্যুর পর  প্রত্যেক স্ত্রীর উচিত অন্তঃসত্তা হলে সন্তান ভ‚মিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্দতের সময়কাল পালন করা। আর অন্ত:সত্তা না হলে স্বাভাবিকভাবে ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করা। এসময় স্ত্রীদের সব ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকা বাধ্যতামূলক।

ইদ্দতের সময়কালে বিষয়ে আল-কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতি সঙ্গত ব্যবস্থা নিলে কোন পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে। (সূরা বাকারা ২৩৪)

অন্য আয়াতে এসেছে, গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। ( সূরা তলাক, ৪)

হাদীসে স্পষ্টভাবে স্ত্রীদের ইদ্দতের সময়কাল উল্লেখ করা হয়েছে। যেমন : উম্মে হাবীবা রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিনদিনের বেশি সময় হিদাদ (শোক করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা) বৈধ নয়। আর স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন হিদাদ পালন করবে। (সহীহ বুখারী ২/৮০৩,হাদীস : ৫১২৮)

অন্য হাদীসে এসেছে, উম্মে সালামা রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খিযাব ও সুরমা ব্যবহার না করে। (সুনানে আবু দাউদ ১/৩১৫,হাদীস : ২২৯৮)

তাছাড়া ইদ্দতকালীন সময় অনেক জিনিষ থেকে বিরত থাকতে হবে। যেমন : সাজগোজ, সুগন্ধি ব্যবহার রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় পরিধান, অলংকার পরিধান, মেহেদি ও আলতা ব্যবহার, খিযাব (কলপ)ও সুরমা ব্যবহার, নেইল পালিশ, ইত্যাদি সাজসজ্জার যাবতীয় উপকরণ ইত্যাদি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়