শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৮:০০ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে ওমান প্রবাসী নিহত

মোস্তাফিজুর রহমান: কেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে সালাউদ্দীন নামে এক এক ওমান প্রবাসী নিহত হয়েছেন। সালাউদ্দীন কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া গ্রামের ফালানের ছেলে। তিনি ছুটিতে দেশে এসেছিলেন।

আজ (শনিবার/৪ নভেম্বর) মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের কয়েকজন সালাউদ্দীনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ছুরিকাঘাত করে তারা। তার চিৎকারে স্বজনরা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসারত অবস্থায় রোববার সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

সালাউদ্দীনের বড় ভাই আলাউদ্দীন আরো জানান, পার্শ্ববর্তী গ্রামের আরিফসহ বখাটেরা তাদের বাড়ির আঙিনার সামনে এসে মাদক সেবন করতো। এর প্রতিবাদ করে আরিফকে চর মেরেছিল তার বড় ভাই সালাউদ্দীন। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি ভাই আলাউদ্দীনের।

ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানায়, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়