শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৭:০৩ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে দলিল প্রতারণার দায়ে ছেলের বিরুদ্ধে বাবার মামলা

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে আবদুল ছত্তার মাতুব্বর নামের প্রতারক ছেলে এক বৃদ্ধকে ভুয়া বাবা সাজিয়ে ১ একর ৫৫ শতাংশ জমির দলিল কার্যক্রম সম্পন্ন করেছেন।

এ ঘটনা জানাজানি হলে ওই ছেলের বিরুদ্ধে জমির মূল মালিক পিতা আজাহার মাতুব্বর আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।

এ বিষয়টি হঠাৎ করে এলাকাবাসির মাঝে ফাঁস হয়ে যায়। পরে জমির মূল মালিক আজাহার মাতুব্বর জমি ফেরত পেতে নিজে বাদী হয়ে ওই পুত্রের বিরুদ্ধে মাদারীপুর আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। তবে এ ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই প্রতারক ছেলে ছত্তার এলাকায় গা ঢাকা দিয়েছে।

দলিল লেখক এনামুল প্যাদা বলেন, আমার কাছে প্রতারক ছত্তার মজিদ খন্দকার নামের এক বৃদ্ধকে আজাহার মাতুব্বর সাজিয়ে নিয়ে আসে। তখন আমি বিষয়টি অবগত ছিলাম না। তবে এখন প্রতারনার বিষয়টি জানতে পরেছি। প্রমাণ হিসেবে আমার কাছে মজিদের ছবি রয়েছে।

এ বিষয়টি নিয়ে মজিদ খন্দকারের বাড়ি গিয়েও জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।

জমির মূল মালিক আজাহার মাতুব্বর বলেন, আমি জমি ফেরত পাওয়ার জন্য আদালতে জালিয়াতি মামলা করেছি। মজিদ খন্দকার ভুয়া পিতা সেজে এ কাজটি করেছে। প্রতারকদের বিচার চাই।

অভিযুক্ত ছেলে ছত্তার মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আমি অবগত নই। এখন জানলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়