শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৫:০৮ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল নতুনদের উপস্থাপন করার জায়গা

হাবিবুল বাশার : সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের খেলার মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম বিপিএল আসর। দেশী নবীন-প্রবীণ খেলোয়াড়ের সাথে মাঠ মাতাবে বিদেশী নামিদামি খেলোয়াড়রাও। এবারের পঞ্চম আসরটিতে অংশ নিবে মোট সাতটি দল। সাতটি দলেই যেমন আছে সাকিব, মাশরাফি, মুশফিক, নাসির, তামিম ও মাহমুদুল্লার মতো আইকন, তেমনি রয়েছে অনেক তরুণ খেলোয়াড়। যারা স্বপ্ন দেখে একদিন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার। তাদের সেই স্বপ্নে এই বিপিএল কতটা ভূমিকা রাখবে? বিপিএল অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক উপকারী। এখান থেকে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে। বিপিএলে বিদেশী অনেক ভাল ভাল খেলোয়াড় আসে। অনেক ভাল ভাল কোচ এখানে কাজ করে। বিদেশী খেলোয়াড় ও কোচ থেকে আমাদের খেলোয়াড়রা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে। প্রতিটি দলে সাতজন বাংলাদেশী খেলোয়াড়ের সাথে বিদেশী চারজন খেলোয়াড় খেলবে। এতে নতুনরা জায়গা পাবে। সব দলেই নতুন খেলোয়াড় নিয়মিত খেলার সুযোগ আছে। এখন তারা নিজেদের যোগ্যতা কতটুকু প্রমাণ করতে পারবে, এটাই দেখার বিষয়। বিশেষ করে যারা নতুন খেলোয়াড় তাদের একট ভাল প্লাটফর্ম বিপিএল। পারফরমেন্স করে নিজেদের প্রমাণ করার একটা ভালো জায়গা বিপিএল। আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াড় নির্বাচকসহ সব কর্মকর্তা মনোযোগসহকারে খেলাগুলো দেখেন। কার পারফরমেন্স কেমন হলো। কে ভবিষ্যতে ভাল করতে পারবে। যারা এখানে ভালো খেলে, তারা পরে জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভাবনা থাকবে। তবে শুধু বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ এবং আরও অন্যান্য লিগ থেকেও খেলোয়াড়দের মান যাচাই করা হয়।
পরিচিতি : সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়