শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৪:০৮ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটি রাজবন বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বালন শুরু

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি রাজবন বিহারে শুরু হয়েছে বৌদ্ধদের মাসব্যাপী আকাশ প্রদীপ পূজা। শনিবার বিকালে রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের আয়োজনে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গণে পঞ্চশীল প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় মহা পূণ্যানুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রণয় খীসা।

ভগবান বুদ্ধের সময়কালে ভগবান বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে সৎ দেবতারা বুদ্ধের কেশ ধাতু আকাশে উড়িয়ে দিয়ে পূজা করেছিল। সেই পূজা অনুসরণ করে শ্রাবক বুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অনুপ্রেরণায় রাঙামাটি রাজবন বিহারে আকাশ প্রদীপ প্রজ্জ্বালন পূজা করা হয়। হাজারো পূণ্যার্থীর পদ চারণায় মুখরিত হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গণ। পূণ্যার্থী ছাড়াও অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, বিশ্ব শান্তির প্যাগোডার টাকা দান ও নানাবিধ দান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাসক ও উপাসিকা পূণ্যার্থীদের পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন রাঙামাটি রাজবন বিহারের সভাপতি গৌতম দেওয়ান।

মাসব্যাপী আকাশ প্রদীপ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ও শিষ্য সংঘের প্রধান বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, ‘মানুষের পাপ কাজের ফলে মানুষ সুখ ও শান্তি থেকে অনেক দূরে রয়েছে। সে জন্য পাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারলে সহজে সুখ অর্জন করতে সক্ষম হবে। ’ তিনি আরও বলেন, ‘ভগবান বুদ্ধ গৃহত্যাগের মাধ্যমে পরিনির্বাণপ্রাপ্ত হলে তার কেশ ধাতু অনুমা নদীতে দেবলোক ইন্দ্ররাজার স্থানে দেবতারা পূজা করছিল। আর সেই কেশ ধাতু পূজা করার অনেক মাহাত্ম রয়েছে। মানুষ যা কিছু পূজা করে সেখানে ভগবান বুদ্ধ রয়েছেন। কেননা, তাকে পূজা করলে মানবজাতির মঙ্গল।’

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়