শিরোনাম

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৩:৪৫ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুজদেমনকে ফেরত পাঠাতে ৩ মাস সময় লাগবে বেলজিয়ামের

মাহাদী আহমেদ : কাতালোনিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনসহ গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া আরও ৪ সাবেক কাতালান মন্ত্রীকে স্পেনে ফেরত পাঠাতে ৩ মাস লাগতে পারে বলে জানিয়েছে বেলজিয়াম সরকার।

শনিবার এক সংবাদ বিবৃতিতে বেলজিয়াম সরকারের পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়।

স্পেনের আইনজীবিরা পুজদেমনের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও আঞ্চলিক প্রধানের ক্ষমতার অপব্যবহার করে জনগণকে স্বাধীনতার পক্ষে ধাবিত করা ও জনসাধারনের অর্থ তহবিলের অপব্যবহার করার অভিযোগ এনে তার বিরুদ্ধে স্পেনের উচ্চ আদালতে চার্জ গঠণ করতে চান।

তবে বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করা ৫৪ বছর বয়স্ক পুজদেমন তার বিরুদ্ধে স্পেনের উচ্চ আদালতের জারিকৃত সমন উপেক্ষা করে আদালতে অনুপস্থিত থাকে।

এর ফলে স্পেনের উচ্চ আদালত পুজদেমন ও তার ৪ সাবেক কাতালান মন্ত্রী মারিয়া সেরেট এলিউ, অ্যান্টোনি কমিন অলিভেরেস, লুইস পুইগ গোর্ডি এবং ক্লারা পন্সেটি অবিওলস্’র বিরুদ্ধে শুক্রবার ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর নিশ্চিত করেছে যে, তারা স্পেনের জারিকৃত গ্রেফতারী পরোয়ানা হাতে পেয়েছে।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে যে, তারা যখন পুজদেমন ও তার সহযোগীদের খুজেঁ পাবে, তখন তাদের একজন তদন্তকারী বিচারকের আওতায় আনা হবে। অত:পর, ২৪ ঘন্টার মধ্যে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও জানায়, তদন্তকারী বিচারক চাইলে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে চাইলে পরোয়ানা জারি করার পরও তাদের ছেড়ে দিতে পারে।

কেউ যদি চায় তাহলে সে বিচারকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে। ইইউ’র নিয়মানুযায়ী ৬০ দিনের মধ্যেই সর্বশেষ সিদ্ধান্ত গ্রহন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে তা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বর্ধিত করা যাবে।

স্পেন সরকার কর্তৃক কাতালানের স্থানীয় সরকারকে নিষিদ্ধ ঘোষনার পর প্রেসিডেন্ট পুজদেমন সহ তার সহযোগী মন্ত্রীরা স্পেন ছেড়ে বেলজিয়ামে পালিয়ে যায়। সূত্র : ফ্রান্স ২৪।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়