শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০৪:০৮ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে সমন্বয়হীনতায় ১৪দলের কার্যক্রম, অভিযোগ জাসদের

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১৪ দলের কার্যক্রমে কোনো প্রকার সমন্বয় নেই অভিযোগ করে জাসদ নেতারা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে ১৪দলের শরীক দল সমূহকে সম্পৃক্ত করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শনিবার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিআরডিবি চত্বরে মহেশখালী উপজেলা জাসদের উদ্যোগে এক আলোচনা সভায় এ দাবি জানান।

সভায় জাসদ নেতারা সরকারি উন্নয়নমূলক প্রকল্প সমূহে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে বলেন, সরকারি বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।

নেতারা দখলকৃত পুরাতন মাছ বাজারস্থ বধ্যভূমিসহ মহেশখালীর সকল বধ্যভূমি উদ্ধারে প্রশাসনের প্রতি দাবি জানান। এছাড়া মহেশখালী থানা, হাসপাতাল, সমাজসেবা অফিসসহ সকল দপ্তরে দুর্নীতি মুক্ত করার কথা বলেছেন।

আশরাফুল করিম সিকদার নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ।

প্রধান বক্তা ছিলেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক মো. হোছাইন মাসু।

এছাড়া জেলা জাসদের সহ সম্পাদক এডভোকেট রফিক উদ্দীন চৌধরী এপিপি, কক্সবাজার শহর জাসদের সহসভাপতি সাংবাদিক আমান উল্লাহ, কক্সবাজার শহর জাসদের সাংগঠনিক সম্পাদক নূর আহমদ, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট মহেশখালী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম।

এইসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা জাসদের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদ মোরাদ পুতুল, নূরুল হক শাহীন, অলিউল্লাহ, জয়নাল, মহেশখালী উপজেলা শ্রমিক জোটের সহ সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়