শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০২:৩০ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূল্যবোধের অবক্ষয়ে আইন হাতে তুলে নিচ্ছে অনেকে

উমর ফারুক : কমবেশি প্রতিদিনই হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ নানা কারণে তাজাপ্রাণ ঝরে যাওয়ার খবর শিরোনাম হচ্ছে গণমাধ্যমে । বিশ্লেষকরা বলছেন, নগরায়নসহ বিভিন্ন কারণে সমাজে বেড়েছে বঞ্চনা ও বৈষম্য । সেই সঙ্গে বিচার বিভাগের প্রতি অনাস্থা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া আর মূল্যেবোধের অবক্ষয়ের কারণে বাড়ছে অপরাধ।

সম্প্রতি রাজধানীতে সড়কে সন্তান প্রসব পরে নবজাতকের মৃত্যু । কাছাকাছি সময়ে গণমাধ্যমে উঠে আসে সাস্থ্যসেবায় একটি অদক্ষতার অধ্যায়।কুমিল্লায় সন্তান গর্ভে রেখেই ঘটে সেলায়ের ঘটনা, আইসিইউ রোগীকে ছাড়পত্র দিয়ে এবং মৃত্যুর ঘটনাটি ও বেশ সমালোচিত হয় বগুড়াসহ সারা দেশে ।

মাবিপ্রবির ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমাদের ভিতরে মুনাফা কেন্দ্রিক যে ধরনের লাভ ইমিডিয়েট সুবিধা কেন্দ্রিক যে মানসিকতা তৈরি করে সেটারই একটি বহিঃপ্রকাশ । সামগ্রিকভাবেই এটি ঘটছে, মানুষ মারা যাচ্ছে কিন্তু একজন ডাক্তার চিন্তা করছে টাকাটা সে পাবে কিনা । ক্লিনিকের টাকা স্যুট করতে পারবে কিনা ।

লক্ষীপুরে মোবাইলের এ্যাপ ডিলেট করে ফেলায় চরম নিষ্ঠুরতার শিকার হন চার বছর বয়সের পিয়াস । রাজশাহীর তরুণ-তরুণীর মৃত্যু ভাবনায় ফেললেও উন্মোচন হয়নি রহস্যের । বন্ধুকে হত্যা ও গণধর্ষনের পর অপরাধ ঢাকতে খুন করা হয় প্রেমিকাকেও ।

মনোবিজ্ঞানীরা বলছেন , সংকীর্ণ জবাবদিহিতায় বাড়াচ্ছে অপরাধ প্রবণতা ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবীদ আক্তার বানু বলেন, যদি আমি জানি এই ধরনের কোন কিছু করলে পরবর্তীতে আমি শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে আমি আমার কাজে আরো বেশি সতর্ক হব ।

বিশ্লেষকরা বলছেন, সমাজের নানা স্তরে বেড়েছে বঞ্চনা ও বৈষম্যর মাত্রা, বিচার বিভাগের প্রতি অনাস্থা, অপরাধ দমনে উদাসীনতা । মূল্যেবোধের অবক্ষয় সহ নানা কারণেই আইন হাতে তুলে নিচ্ছেন অনেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিন বলেন, অস্থিরতা, বঞ্চিত হওয়া বা অতি আবেগ জনিত কারণ এসব গুলো মিলিয়ে কিন্তু আজকে এই ধরনের অপরাধ গুলো এবং নৃশংস অপরাধ গুলো ঘটছে ।

এই সংকট থেকে উত্তরণের উপায় কি? সমাজ বিশ্লেষকরা বলছেন, শিশু শ্রেণি থেকেই দিতে হবে সামাজিক মূল্যেবোধের শিক্ষা । এর সাথে অপসংস্কৃতি রোধেও সরকারকে নিতে হবে কার্যকর পদক্ষেপ।

সূত্র : যমুনা নিউজ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়