শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০১:২৫ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ৫ টি আসনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী

মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ : ন্যায়, নীতি, সততা, শিক্ষা, দক্ষতা, রাজনৈতিক অবস্থান ও এলাকার সাধারন মানুষের গ্রহনযোগ্য অবস্থান নিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের মনোনয়ন প্রত্যাশা এখন সময়ের দাবী।

দলের এই নিবেদিত কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, দলের দূ:সময়ের সাহসি অবস্থান ও এলাকার মানুষের প্রত্যাশা, এবার তারাই হবে নৌকার মাঝি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অংশ গ্রহনে প্রার্থী বাছাইয়ের ওপর নির্ভর করবে আওয়ামীলীগের জয় পরাজয়।

ভোটারসহ স্থানীয় জন সাধারনের সাথে কথা বলে জানাযায়, টানা দুইবার ক্ষমতায় থাকা সরকারের এমপিদের দূর্নীতির রাহু গ্রাস থেকে মুক্তি পেতে সময়েই সিদ্ধান্ত নেবে ভোটাররা। ভোটারদের দাবী জনগন এখন বোকা নয়। দলের উর্ধতন কর্তৃপক্ষ ভূল করলেও তারা ভূল করবেনা বলেও অনুসন্ধানে জানাযায়। তাই আগামী নির্বাচনে নৌকার মাঝি পরিবর্তন নেত্রকোনা বাসির এখন সময়ের দাবী বলেও জানান তারা।

নেত্রকোনার ১০টি উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন নেত্রকোনার ৫ টি আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা।

তাদের মধ্যে সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল ও তার জীবন সঙ্গিনী যুব মহিলালীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ অধ্যাপিকা অপু উকিল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস ও জাসদ ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফি আহম্মেদ ।

নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে থেকে মননোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বর্তমান সাংসদ ছবি বিশ^াস, সাবেক সাংসদ মোশতাক আহমেদ রুহী, কেন্দ্রীয় যুবলীগ নেতা এরশাদুর রহমান মিন্টু এবং সাবেক সাংসদ জালাল তালুকদারে পুত্র কুতুব উদ্দিন তালুকদার রুয়েল।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্র) আসনে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান খান, সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আশরাফ আলী খান খসরু, উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি, সাবেক ভিপি শামছুর রহমান লিটন, কর্নেল (অব:) নূর খান ।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল ও তার জীবন সঙ্গিনী যুব মহিলালীগের সাধারন সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সাবেক ছাত্রনেতা আলমগীর হাসান, বর্তমান সাংসদ ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু, শিল্পপতি শামসুল কবীর খান, সাবেক সাংসদ মুঞ্জুর কাদের কোরায়শী এবং এডভোকেট আব্দুল মতিন।

নেত্রকোনা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনে কেন্দ্রীয় নেতা শফী আহমেদ, বর্তমান সাংসদ রেবেকা মোমিন, বিজয় কি-র্বোডের প্রবর্তক মোস্তফা জব্বার, ক্যাপ্টেন অব: মুঞ্জুর আলম ও খালিয়াজুড়ী উপজেলা চেয়ারম্যান শামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আর্ন্তজাতিক অপরাধ তদন্ত কারী সংস্থার প্রধান সমন্বয় মুহ. আব্দুল হান্নান খান ও বর্তমান সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল।

স্থানীয় রাজনৈতিক বিশ্লষকদের অভিমত নেত্রকোনার ৫ টি আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীদের নতুনদের অবস্থান পূরোনোদের চেয়ে ভাল। তাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা মুলক নির্বাচনে হাই কমান্ড থেকে প্রার্থী বাছাইয়ে ক্ষমতাসীন দলের এগিয়ে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়