শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ০১:০১ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিসি সম্মেলনে ঘিরে বিশেষ নিরাপত্তা

সুশান্ত সাহা : ৬৩তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) ঘিরে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিপিসি সম্মেলনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এ নিরাপত্তা আগামী ৮ নভেম্বর পর্যন্ত থাকবে। সিপিসি সম্মেলনে আগত বিদেশি অতিথিদের জন্য বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল এবং যেসব হোটেলে তারা অবস্থান করবেন সেসব জায়গায় সমন্বিতভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মহাপরিদর্শক বলেন, শুধু তাই নয় পুরো ঢাকা শহর নিরাপত্তা বেস্টনির মধ্যে থাকবে। গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় রেখে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। সব কিছু মনিটরিংয়ের জন্য ডিএমপিকে দায়িত্বও প্রদান করা হয়েছে। আশা করি এই সম্মেলনও সুন্দরভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই শেষ হবে।

পুলিশ প্রধান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট নেই। সব কিছু মাথায় রেখেই নিরাপত্তা জোরদার আছে। সপিসি সম্মেলনকে ঘিরে সারা ঢাকা শহর জুড়েই নিরাপত্তা থাকবে। তিনি বলেন, ৫২টি কমনওয়েলথ দেশের ৫৪৬ জন অতিথি এতে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, আজ রোববার থেকে ৬৩তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) ২০১৭ শুরু হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। সিপিসি সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এ সম্মেলন ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়