শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৭, ১২:০৪ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৭, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে এবারও জমজমাট ড্রয়ের ঘোষণা

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক রাশিয়াসহ ২৩টি দল এরই মধ্যে ২০১৮ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে। এখনো ৯টি দল রাশিয়ার টিকিট পেতে বাকি আছে, সে দলগুলোও নির্ধারিত হয়ে যাবে আগামী ১৪ নভেম্বরের মধ্যে। তারপরই শুরু হবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের অপেক্ষা। কিন্তু ২০১৮ বিশ্বকাপের জমজমাট ড্র অনুষ্ঠান দেখার জন্য ভক্তদের খুব বেশী অপেক্ষায় রাখছেনা ফিফা। ৩২ দলের নাম চূড়ান্ত না হলেও এরই মধ্যে ড্র অনুষ্ঠানের তারিখ নিশ্চিত করে ফেলেছে ফিফা। আগামী ১ ডিসেম্বর দ্য স্টেট ক্রেমলিনে আকর্ষণীয় ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
ফিফা জানিয়েছে ২০১৮ বিশ্বকাপের ড্রটিও হবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আদলেই। ব্রাজিল বিশ্বকাপের ড্রয়ের জন্য স্বাগতিক ব্রাজিলসহ ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ৮টি দলকে রাখা হয়েছিল এক নম্বর প্লটে। একইভাবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলোকে রাখা হবে দুই নম্বর প্লটে। উত্তর আমেরিকা ও এশিয়ার দলগুলো থাকবে তিন নম্বর প্লটে। ইউরোপের দলগুলোর জায়গা হবে চার নম্বর প্লটে।
এবারও সেই নিয়মই অনুসরণ করা হবে। এবারও ৩২টি দল গ্রুপপর্বে অংশ নেবে ৮টি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল উত্তীর্ণ হবে দ্বিতীয় রাউন্ড তথা শেষ ষোলতে।
প্রথমে এক নম্বর প্লটের ৮টি দলকে ফেলা হবে ৮টি গ্রুপে। এরপর যথাক্রমে দুই, তিন ও চার নম্বর প্লটের দলগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে একটি করে দল প্রতিটি গ্রুপে ফেলা হবে।
৬০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেমলিন কনভেনশন হলের এই ঝাকজমকপূর্ণ অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ থাকছে সারা বিশ্বের দর্শকদের। ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। তবে ঠিক কোনো টিভি ড্র অনুষ্ঠান সম্প্রচারের অধিকার পাচ্ছে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে মূল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পাওয়া মিডিয়া গ্রুপটিই ড্র অনুষ্ঠান সম্প্রচার করবে। ফিফাডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়