শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ৩৩১ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) : আজ শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেলার সামগ্রী বিতরন করা হয়।

উপজেলা চত্বরে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড মোস্তাফিজুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীর শরীর গঠনেও খেলাধুলার বিকল্প নেই। গোটা বিশ্বে নিজ দেশকে পরিচিত করে তুলতে পারেন একজন খেলোয়াড়।

অনুষ্ঠানে উপজেলার ২০৭টি প্রাথমিক, ৭২টি মাধ্যমিক, ৩৯টি মাদরাসা ও ১৬টি কলেজে ক্রিকেট সেট, ফুটবল ও হ্যান্ডবল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মজিবুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সমবায় কর্মকর্তা শারমীন আক্তার প্রমুখ।

এর আগে মন্ত্রী উপজেলা আওয়ামীলীগের নবনির্মিত চার তলা বিশিষ্ট দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও মন্ত্রী জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালীতে অংশ গ্রহন শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়