শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা খেলেছেন, এবার ছেলেও খেলবেন অ্যাশেজ

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্যা ছুটিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। অথচ স্মিথদের বর্তমান কোচ লেম্যানের টেস্টে অভিষেক হতে অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর বয়স পর্যন্ত। তবে ছেলে জেক লেম্যানের সেই সুযোগ আসতে পারে মাত্র ২৫ বছর বয়সেই। শেফিল্ড শিল্ডে দারুণ এক সেঞ্চুরিতে আসন্ন অ্যাশেজের প্রথম টেস্টের দলে থাকার দাবি জানিয়ে রেখেছেন জেক। এবার কি তাহলে ক্রিকেট বিশ্ব দেখবে কোচ বাবা ও খেলোয়াড় ছেলের জুটি?
বাবার সাথে অনেক মিল আছে জেকের। দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান। আবার বাঁ হাতটিই ঘুরিয়ে স্পিন বলও করতে পারেন। ড্যারেন লেম্যানকে টেস্ট খেলার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল, কারণ সেই সময়টাতে অজি দলে ছিল অনেক প্রতিভাবান খেলোয়াড়। অথচ সেই অস্ট্রেলিয়াই এখন ৬ নম্বরে ব্যাট করার মত নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান খুঁজছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে জেকের ১১৫ বলে ১০৩ রানের ইনিংসে আছে এই সমস্যা সমাধানের উপায়। প্রথম শ্রেণির ২৯টি ম্যাচে করেছেন ৬টি সেঞ্চুরি। রানের গড় প্রায় ৪২।
টিম ম্যানেজমেন্টের কোন সভায় জেকের কথা উঠলে তা এড়িয়ে যান লেম্যান। সাবেক অজি অধিনায়ক ও লেম্যানের একসময়ের সতীর্থ স্টিভ ওয়াহ সমর্থন দিয়েছেন তাকে, 'আমি ড্যারেনের অবস্থাটা বুঝি। মিটিংয়ে গিয়ে পক্ষপাতিত্ব না করা কঠিন ব্যাপার। তবে আমার মনে হয় ও যদি সেখানে গিয়ে সৎ ভাবে মতামত দেয় মানুষ সেটা সম্মান করবে। মার্ক (ওয়াহ) যখন দলে ছিল তখন আমিও এটাই করেছি।' ক্রিকইনফো

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়