শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অনিশ্চয়তায় খুলনার বিনিয়োগকারীরা

হ্যাপী আক্তার: গত বছর খুলনায় গ্যাস সরবরাহ প্রকল্প বন্ধ করে দেয় জ্বালানী মন্ত্রণালয়। এরপর থেকে গ্যাস সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ থাকায় অনিশ্চয়তায় আছেন খুলনার বিনিয়োগকারীরা। এদিকে গ্যাস সরবরাহের জন্য কেনা ১০৭ কোটি টাকার পাইপ খোলা আকাশের নীচে অযত্ন-অবহেলায় পড়ে নষ্ট হতে চলেছে। সূত্র: ডিবিসি নিউজ।

২০০৯ সালের খুলনাসহ দক্ষিণ অঞ্চলের ৫টি শহরে পাইপ লাইনে গ্যাস সরবরাহের জন্য ‘একমি’ কোম্পানিকে অনুমোদন দেয় গ্যাস সরবরাহের পাইপ সরবরাহ প্রকল্পটি। এরপর কোটি কোটি টাকা ব্যয় করে যে পাইপগুলো কেনা হয়েছিল তা ২০১৩ সাল থেকে খুলনার আটলা এলাকায় খোলা আকাশের নীচে অযত্ন আর অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ।

বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রামের সমন্বয় কমিটির মহাসচিব আশরাফ উজ জামান বলেন, আগামী দিনের ভবিষ্যত ও উজ্জল সম্ভাবনাকে কাজে লাগাতে চাইলে দ্রুত পাইপ লাইনের গ্যাস সরবরাহ জন্য জ্বালানী মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক বলেন, যোগাযোগ ব্যবস্থাসহ যেভাবে পদ্মা সেতুসহ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেভাবে জ্বালানী ব্যবস্থা থেমে যাচ্ছে। বিনিয়োগকারীরা যখন দেখবে জ্বালানী ব্যবস্থা থেমে গিয়ে গ্যাসের লাইন পাবে না তখন বিনিয়োগকারীরা প্রত্যাহার করতে চাইবে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, সুন্দরবনের বেশ কিছু কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। এছাড়া জ্বালানী মন্ত্রণালয় এবং সচিবের সাথে যোগাযোগ করা হয়েছে।

সজিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়