শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৫:১৩ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবার অংশগ্রহণমূলক নির্বাচন চায় জনগণ

অধ্যাপক মো. ইউনূস : অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ, এটা এদেশের জনগণও চায়, সবাই চায়। শুধু একটা মাত্র দল চায় না, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। এপ্রসঙ্গে আমরা বলতে চাই, এটা সরকার নিশ্চিত করুক। আসলে তারা যে কাজ করতে চাচ্ছে তা বুঝা যাচ্ছে না। আমরা এতোদিন একটু আশাবাদী ছিলাম যে, নিশ্চিয়ই সরকার আমাদের সাথে একটা বৈঠক করবে। বৈঠক না করুক মোটামুটি একটা সমঝোতামূলক আলোচনা হবে। কিন্তু গতকাল থেকে শুরু করে যে কঠিন পথে তারা নেমে গেছেন, তারা যা শুরু করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব যে ভাষায় কথা বলেন, ক্যাপ্টেন মনসুর আলী সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, ওনার ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যে ভাষায় কথা বলেন, তারা যেন সবকিছু সুনিশ্চিত হয়ে গিয়ে কথাগুলো বলছেন। তারা জানেন যে, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তারা নিশ্চিত ক্ষমতায় আসতে পারবেন না। এটাই তাদের সবচেয়ে বড় ভয়। যদি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়, এই সরকারের অধীনে, তাহলে তাদের বসতে সমস্যা কোথায়? তারা আমাদের সাথে আলোচনায় বসতে চায় না। আলোচনায় না বসলে আমরা কিভাবে বুঝব, একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা ভালো নির্বাচন হবে? বেগম জিয়ার নামে একটি মিথ্যা মামলা করে তাকে হয়রানি করছে সরকার। তিনি আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য দিয়েছেন, তার সবগুলো কথাই যৌক্তিক। আমরা এমন কিছু চাই না। আমরা চাই, আইনের সুশাসন হোক। যারা দায়িত্বে আছেন, যারা মানুষের সুখ, দুঃখের সাথী, বিশেষ করে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক বা জজকোর্ট হোক যারা বিচারের দায়িত্বে আছেন, যারা কথা বলেন তাদের কথা আর কাজের মিল চাই। আমাদের দলের সবার একটাই বক্তব্য, এভাবে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। এ ব্যাপারে যারাই কথা বলুক না কেন, জাতিসংঘ হোক আর যেই হোক, তারা যদি সরকারকে বাধ্য করতে না পারে, একটি সমোঝোতায় আসার জন্য, আমার মনে হয় কোনো মতেই ভালো নির্বাচন হবে না। আমরা আশা করি, শুভবুদ্ধি হবে শেখ হাসিনার। কি বলব, অবৈধ সরকার বললে তাদের নাকি সমস্যা হয়। আমার যেটা মনে হয়, আদৌ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। হয়তো নির্বাচনে অংশ গ্রহণ করলে দল কিছু ভালো পরিমান আসন পাবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে থাকবে। আমাদের দলের যে প্রার্থী আছে বা আমাদের দল বিএনপি যদি প্রত্যকটা প্রার্থী যাচাই বাচাই করে নির্বাচন করেন যে, যেখানে যিনি জনপ্রিয় তাদের যদি সেখানে মনোনয়ন দেওয়া হয়, আমি নিশ্চিত যে, আমরা নির্বাচনে ভাল করবো। আর আমার দল যদি ভালো করে যাচাই করে নমিনেশন দেয়, টাকা পয়সার কথা চিন্তা না করে, টাকার বিনিময়ে বিক্রি না করে, অবশ্য ম্যাডাম এটা করেনও না, তাহলে আমরা নির্বাচনে বিজয়ী হব। যদি জাতিসংঘ একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকারকে বাধ্য করতে পারে, তাহলে আমি মনে করি, একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। তা না হলে কোনো মতেই এটা সম্ভব নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ সত্য। আমাদের নেত্রী রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলেন, সেখানেও যাওয়ার পথে তার গাড়ীবহরের উপর হামলা করেছে। আবার আসার পথে হামলা করেছে। সরকার আমাদের এলাকার অনেক নিরপরাধ ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমাদের যে ছেলেগুলো বিভিন্ন মিছিল ও অনুষ্ঠানে ভালো ভূমিকা নেয়, তাদের গ্রেফতার করে নিয়েছে, যাতে নির্বাচনের সময় মানুষের মধ্যে ভীতি কাজ করে।
পরিচিতি : সাবেক সংসদ সদস্য, কুমিল্লা-৫
মতামত গ্রহণ : গাজী খাইরুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়