শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসি ক্যামেরার আওতায় ঠাকুরগাঁও পৌর এলাকা

হ্যাপী আক্তার: সিসি ক্যামেরার আওতায় এসেছে ঠাকুরগাঁও পৌর এলাকা। পর্যায়ক্রমে ঠাকুরগাঁ জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানগুলো নজরদারির আওতায় আনার পরিকল্পনা আছে পুলিশের। এর মাধ্যমে জেলার অপরাধ অনেকটাই কমবে বলে আশাবাদী আইন শৃংঙ্খলা বাহিনী। সূত্র: যমুনা টিভি।

ঠাকুরগাঁও এখন নিরাপত্তার চাদরে ঢাকা। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এলাকাবাসী বলছে, এক সময় অপরাধ প্রবণ ছিলো পুরো এলাকাটি। স্বর্ণকার পট্টি, পুরাতন বাসস্ট্যান্ড, রোড মুখির হাট এবং কালিবাড়িসহ বেশ কয়েকটি এলাকা ছিলো অনেক নিরাপত্তা ঝুঁকিতে।

সম্প্রতি জেলা পুলিশের উদ্যোগে সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এতে বদলে গেছে এলাকার দৃশ্যপট আর ব্যবসাসহ মানুষের মধ্যে এসেছে নিরাপত্তার স্বস্তি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, চলমান জটিলতা বন্ধের জন্য নাগরিকদের সহযোগীতা ও আইপি লেবেলের যুগোপযোগী সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে যে অপরাধ হচ্ছিলো তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, এই এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আছে বলে যারা অপরাধ করছে তাদের মাঝে বর্তমানে ভয় কাজ করছে । যার কারণে এই এলাকায় কোন ধরণের অপরাধ করলে তারা বেশি দুর পার পেয়ে যাবে না। তাই সিসিটিভি ক্যামেরার উদ্যোগটি প্রশংসানীয়।

ঠাকুরগাঁও পুলিশের তথ্য অনুযায়ী সদর থানাসহ জেলার চার উপজেলায় বর্তমানে প্রায় দুই শত সিসি ক্যামেরা বসানো হয়েছে।

সজিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়