শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩০ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের চরম ব্যর্থতা কেন?

অঘোর মণ্ডল : গত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে কম বেশি সাফল্য ছিল। সে সাফল্য বেশির ভাগই ঘরের মাঠে। তার বড় একটা কারণ হয়তো নাসির, মুশফিক, তামিম, মাশরাফি, মমিনুল এদের মতো অভিজ্ঞ পরিণত ক্রিকেটার বাংলাদেশ দলে আছে। বাংলাদেশ দল যখনই সফল হয় সেই সাফল্যের ভাগিদার হিসেবে অনেকেই আবির্ভূত হয়। বোর্ড থেকে বানিজাত, বানিজাত থেকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট পরিচালক সবাই সাফল্যের দাবি নিয়ে সেই মিছিলে হাজির হন। চেহারাটা পাল্টে গেল সাউথ আফ্রিকার সফরে। প্রথম বারের মতো পূর্ণাঙ্গ একটা সিরিজ লম্বা সময় নিয়ে, পূর্ণাঙ্গ একটা সিরিজ পেল বাংলাদেশ সাউথ আফ্রিকার মাটিতে। এটা অবশ্য সাউথ আফ্রিকায় বাংলাদেশের তৃতীয় দ্বিপাক্ষিক সফর। আগের দুটো সফরেও ব্যর্থ ছিল বাংলাদেশ। টেস্ট-ওয়ান ডে, সব জায়গায় হোয়াইট ওয়াশ। এমনকি টি-টোয়েনটি-সেখানেও হোয়াইট ওয়াশ। ব্যর্থতার পর কাটা-ছেড়া শুরু হয় অনেক কিছু নিয়েই। কেন হারল, কেন এমন হলো? কি করা উচিত ছিল, কাকে দলে নেওয়া উচিত ছিল? অনেকগুলো ব্যাপার থাকে। অনেক প্রশ্ন। কিন্তু আমজনতা তার মতো করেই ভাবছেন। ক্রিকেট বোর্ডও ভাবছেন তাদের মতো করে। বোর্ড প্রেসিডেন্ট নিজেই বলেছেন দেশে দল আসলে তারপরে তিনি কথা বলবেন। কেন এমন হলো? তিনিও হতাশ বাংলাদেশ দলের পারফরম্যান্সে। সবচেয়ে বেশি নিরব থাকছেন এই সিরিজ জুড়ে যে ভদ্রলোক তার নাম হাতুড়ে সিংহে, বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ। দল জিতলেই সব সাফল্য হাতুড়ের। তার ছোঁয়ায় বাংলাদেশ দল পাল্টে গেছে এরকম একটা লিড তৈরি হয়েছিল। তারা ভুলে গিয়েছিলেন সাকিব, তামিম, মাশরাফি এক দশকের বেশি ক্রিকেট খেলছে সে দল নিয়ে হাতুড়ে কাজ করছেন। হাতুড়ের হাত ধরে যে নবীন ক্রিকেটাররা উঠে এল সেই মোস্তাফিজ হারিয়ে যাচ্ছেন, তার কাটায় ধার নেই। মেহেদী মিরাজ দেশের মাটিতে ভালো খেললেন বাইরে গিয়ে পারেন না। মমিনুল যার গড় ছিল হাতুড়ে আসার আগে ৬০ এর কাছাকাছি হাতুড়ে সিংয়ের হাতে পড়ে তার ব্যাটিং গড় নেমে এল ৪৬ এ। অথচ তার গায়ে টিকা লিখে দেওয়া হলো তিনি শুধুই টেস্ট ক্রিকেটার। আবার দেখা গেল তাকেই নেওয়া হলো টি-টোয়েন্টি স্কোয়াডে। এ রকম অনেক এলোমেলো চিন্তার ফসল এই সাউথ আফ্রিকার সফর। এখান থেকে শুধু সাফল্য নামক শব্দটাই বাংলাদেশ পেল না। যা কিছু পেল সেটা শুধু ব্যর্থতা, ব্যর্থতা। এবং তার সঙ্গে মেশানো থাকল শুধুই হতাশা। এই হতাশার শুরু সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ যখন গিয়েছিল ২০০২ সালে। তখন অবশ্য বলার ছিল বাংলাদেশ তো তেমন অভিজ্ঞ না। তাই আমরা ব্যর্থ হলাম। ২০০৮ এও প্রায় একই শব্দ। সেই একই শব্দের পুণরাবৃত্তি ২০১৭ এ এসে করাটা কতটা সমীচিন? সেটাই ভেবে দেখার সময়। কারণ, এখন কার দলটা অনেক প্রতিভাবান এবং অভিজ্ঞ খেলোয়ার নিয়ে গড়া। তবু দল কেন ব্যর্থ হলো সেটা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে। ক্রিকেট বোর্ডের উচিত কারণ খুঁজে বের করা। এবং মানুষকে জানানো যে, এই কারণে দলটা ভালো খেলে নি। এবং আগামীতে বাংলাদেশের কি করণীয়। সাউথ আফ্রিকার মাটিতে অন্য দলগুলোও ভালো করে নাই এটা সত্য। কিন্তু অন্য দলগুলো ভালো করার পরিকল্পনা করে আমরা কি আদৌ তেমন কিছু করছি। সাউথ আফ্রিকার সফর শেষ। আগামীতে অস্ট্রেলিয়া যেতে হলে, ইংল্যান্ড সফরে যেতে হবে। তখন কি হবে? সেটা এখনই ভাবার সময়। আমরা ভালো দল কিন্তু বাইরে জিততে পারি না। এরকম একটা তকমা নিয়ে ক্রিকেট বিশ্বে ঘুরতে হবে আমাদেরকে।
পরিচিতি : ক্রীড়া বিশ্লেষক
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়