শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:১৪ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর নিউ মডেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর নিউ মডেল হাসপাতালের চিকিৎসক ডা. আশফাকুর রহমান মামুনের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবাদে স্বজনরা বিক্ষোভ করে চিকিৎসককে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে নিহত নবজাতকের মা আমেনা বেগম লিপি।

নিহত নবজাতকের খালা তাসমিনা আক্তার ও চাচা ইমাম হোসেন জানান, সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের কামাল হোসেনের স্ত্রী আমেনা বেগম লিপির প্রসব বেদনা উঠলে বিকেল ৩ টায় পৌর শহরের নিউ মডেল হাসপাতালে তাকে নিয়ে আসে স্বজনরা।

এ সময় ওই হাসপাতালের চিকিৎসক ডা. আশফাকুর রহমান মামুনের ব্যস্ততায় প্রায় ৩ ঘন্টা অপেক্ষমান ছিল রোগী ও স্বজনরা। পরে লিপিকে ডা. আশফাকুর রহমান মামুনের বাসায় নিয়ে যাওয়া হয়। ডা. তাকে দেখে সিজার করার জন্য তার মালিকানাদিন নিউ মডেল হাসপাতালে পাঠান। সন্ধ্যায় ডা. এসে লিপির আল্ট্রাসনোগ্রাম না করেই অপারেশন থিয়েটারে নিয়ে লিপির সিজার করেন। পরে ডা. বের হয়ে এসে নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বজনদের জানান।

এতে স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে ডাক্তারকে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার বিচার দাবী করেন স্বজনরা। ঘটনার পর স্থানীয় প্রভাবশালী একটি চক্র হাসপাতালের পক্ষ নিয়ে ঘটনাটি সমঝোতা করতে রোগীর স্বজনদের চাপ প্রয়োগ করছেন বলে জানান তারা। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে শত-শত উৎসুক জনতা ভিড় জমান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে অভিযুক্ত চিকিৎসক ডা. আশফাকুর রহমান মামুন অবহেলায় নবজাতকের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন। তবে আল্ট্রাসনোগ্রাম না করার কথা স্বীকার করে নবজাতকের মায়ের কথার ভিত্তিতে অপারেশন করা হয়েছে বলে জানান। এছাড়া সিজার করার আগেই শিশুটি মারা গেছে বলে দাবী করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়