শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পুলিশকে সাক্ষ্য দিলেন রতন টাটা

রাশিদ রিয়াজ : সম্প্রতি ভারতের ধনকুব রতন টাটা ইসরায়েল সফরে যেয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পুলিশকে সাক্ষ্য দিয়েছেন। একটি হিব্রু মিডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। পুলিশের কাছে রতন টাটা অন্তত দুই ঘন্টা ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করেন। নেতানিয়াহুর বিরুদ্ধে মূল্যবান উপহার নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়েছে। রতন টাটা ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী।

এ মামলার সঙ্গে ইসরায়েলের ব্যবসায়ী আর্নোন মিলচান জড়িত রয়েছেন। ইসরায়েলের চ্যানেল টেন বলছে, মিলচান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইসরায়েল ও জর্ডান সীমান্তে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্যে বলেছিলেন। এবং ভারতের ধনকুব রতন টাটার পরামর্শেই তা করা হয়। তবে এ উদ্যোগ এখনো নেওয়া হয়নি।

এছাড়া পুলিশ নেতানিয়াহুর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কোটিপতি ব্যবসায়ী জেমস প্যাকারের সাক্ষ্য নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু ও তার পরিবারকে মূল্যবান উপহার সামগ্রী দেওয়ার অভিযোগে পুলিশ ওই সাক্ষ্য নেয়ার চেষ্টা করছে। জেমস প্যাকার বর্তমানে মেক্সিকো রয়েছেন এবং ইসরায়েলের বিচার বিভাগ তার সাক্ষ্য নেওয়ার জন্যে মেক্সিকো সরকারের অনুমতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভূমধ্যসাগরে ইসরায়েলি উপকূলে কায়েসারিয়া শহরে জেমস প্যাকারের একটি বাড়ি আছে এবং তার কাছেই নেতানিয়াহুর একটি বাড়ি আছে। জেমস প্যাকারের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে তিনি নেতানিয়াহুর পুত্র ইয়ায়িরকে তেলআবিবে একটি এ্যাপার্টমেন্ট বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ দেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি মামলায় তদন্ত চলছে যা কেস ১০০০ ও কেস ২০০০ হিসেবে পরিচিত।

মামলা ১০০০’এ নেতানিয়াহু ও তার পরিবারের বিরুদ্ধে কোটিপতি ব্যবসায়ীর কাছ থেকে সিগারেট ও শ্যাম্পেন উপহার নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। ইসরায়েলি বংশদ্ভুত হলিউডের এক প্রযোজক এসব উপহার নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে দেন। তবে নেতানিয়াহু এবং তার পরিবার এধরনের উপহার নেওয়া কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না বলেছেন এবং দাবি করেন, উপহার সামগ্রী অত মূল্যবান নয় যা বলা হচ্ছে। একই সঙ্গে নেতানিয়াহু দম্পতি বলেন, ঘনিষ্ট বন্ধুদের মাঝে এধরনের উপহার বিনিময় ‘খুঁটিনাটি’ বিষয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়