শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০২:২৩ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন স্পেনে ফিরবেন না

রাশিদ রিয়াজ : কাতালোনিয়ার স্বাধীনতাকামী ও দেশান্তরিত নেতা কার্লেস পুজদেমনসহ আরো চারজনের নামে একটি ইউরোপিয় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাবেক এই প্রেসিডেন্ট ন্যায় বিচার না পেলে আর স্পেনে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। স্পেনের একটি আদালতের বিচারক ওই গ্রেফতারি পরোয়ানা জারির পর বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।

এর আগে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত আট মন্ত্রীকে আটক করে জেলে নেয়ার পর তার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভ করে সাধারণ মানুষ। আটককৃত ওই আটজনের একজনকে ৫০ হাজার ইউরোর বিনিময়ে জামিন দেওয়া হয়।

এদিকে আটককৃতদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা রাষ্ট্রদ্রোহ এবং জনগণকে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেওয়া ও সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ এনেছেন। স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গত পয়লা অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের সিংহভাগ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দিলেও তাদের সংখ্যা ছিল অর্ধেকেরও কম।

তার কয়েকদিন পরই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রের শাসন জারি করে। কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ। যা সুইজারল্যান্ডের জনসংখ্যার সমান। স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ রয়েছে কাতালোনিয়ায়। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়