শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:৪৫ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়া থেকে ত্রাণ বিতরণের কথা বলে রোহিঙ্গা পাচার, আটক ৪৮

শ.ম.গফুর, উখিয়া (কক্সবাজার) : ঢাকা কেন্দ্রিক দালাল চক্রের ২ সদস্যসহ ৪৮জন রোহিঙ্গা নারী,পুরুষকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার ভোরে দালালচক্রের নিয়ন্ত্রণে এসব রোহিঙ্গারা কক্সবাজার রওয়ানা হচ্ছিল।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ উখিয়া সদর ষ্টেশনে যাত্রীবাহি তল্লাশী চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করেছে।

উখিয়া থানা পুলিশের এসআই শম্বু নাথ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের নির্দেশেএসব রোহিঙ্গাদের আটক করা হয়।

তবে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এসব রোহিঙ্গারা নতুন এসেছে। ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলে তাদেরকে রতœা পালং ইউনিয়নের রুমখাঁ নুরানী মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছিল।

থানায় আটক দালাল চক্রের সদস্য সুত্রাপুর থানার পুরান ঢাকা ৭৯নং ওয়ার্ডের মোহাম্মদ সেন্টুর ছেলে মোহাম্মদ হোসেন গোল্ডেন এন্টারপ্রাইজের একজন চাকুরীজীবি দাবী করে বলেন, সে রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য আসছিল।

এসময় রুহুল্লারঢেবা গ্রামের ফরিদ আহমদের ছেলে মাদ্রাসা সুপার ইকবাল হোসেন বলেন, রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণকালে শতশত গ্রামবাসি ত্রাণের জন্য ভীড় করতে শুরু করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ২জন সহ ৪জন রোহিঙ্গাকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে উখিয়া ষ্টেশনে যাত্রীবাহি গাড়ী থেকে অপরাপর রোহিঙ্গাদের আটক করা হয়।

থানায় আটক রোহিঙ্গা আবুল হাশিম ও মৌলভী আবুল শামা জানায়, তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল জানতে চাওয়া হলে তারা কোন সঠিক ঠিকানা বলতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়