শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:১১ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় সন্তান কামনার পরও প্রিন্স উইলিয়ামের জনসংখ্যা বৃদ্ধিতে আশঙ্কা

রাশিদ রিয়াজ : ব্রিটেনের প্রিন্স উইলিয়াম তৃতীয় সন্তানের অপেক্ষায় থেকেও বলেছেন, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা বিশ্বের ওপর প্রচ- চাপ সৃষ্টি করছে। তার এ মন্তব্য অনেকের মধ্যে হাসির খোরাক সৃষ্টি করলেও প্রিন্স বলেন, আমার জীবদ্দশায় দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী বন্যপ্রাণী জনসংখ্যার অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে। লন্ডনে বৃহস্পতিবার টাস্ক ট্রাস্ট চ্যারিটির এক গালা ডিনার অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম এ কথা বলেন।

প্রিন্স বলেন, বিশ্বে বিস্ফোরিত জনসংখ্যা বন্যপ্রাণীর ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। এ বিষয়টি গভীরভাবে চিন্তা করার আহবান জানিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে অন্যান্য প্রাণীর সঙ্গে এ বিশ্বে সহবস্থান চাইলে তা এখনি ভাবতে হবে। আফ্রিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে মহাদেশটির জনসংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। তার মানে প্রতিমাসে সাড়ে তিন মিলিয়ন মানুষের বিস্ময়কর বৃদ্ধি বন্যপ্রাণীর আবাসস্থলেও যে চাপ সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই। শহরায়ন, অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও কৃষি এগুলো ভাল বিষয় কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠবে যদি জনসংখ্যা নিয়ে সঠিক পরিকল্পনা করা না যায়। একই সঙ্গে জলসম্পদ ও চারণভূমি রক্ষায় উদ্যোগ না নিতে পারলে বিপর্যয়কর প্রভাব পড়তে বাধ্য।

এদিকে প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট ইতিমধ্যে জনসমক্ষে ঘোষণা দিয়েছেন তারা আগামী বছর তাদের তৃতীয় সন্তানের আশা করছেন। স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়