শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০৩:০০ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতিপাড়ায় জেএসসি পরিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

মোঃ মিজনুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় চলতি জেএসসি পরীক্ষায় অংশ নেয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষনের অভিযোগে শহিদ আলী (২০) কে আটকের পর পুলিশে দিয়েছে ছাত্রীর পরিবার । এঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।

থানা ও দায়েরকৃত মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার কাজিরচক মালঞ্চী গ্রামের ইনছান আলীর ছেলে শহিদ আলীর সাথে ওই ছাত্রীর স্কুলে যাওয়া আসার পথে পরিচয় এবং তা প্রেমে রুপ নেয়।

বাবা ভ্যান চালক ও মা প্রাণ কোম্পানিতে চাকরি করে। গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা প্রাণ কোম্পানিতে রাতে ডিউটিতে যান। বাবা মেয়ে খাওয়া দাওয়া শেষে নিজ নিজ ঘরে শুয়ে পড়ে। রাত সাড়ে দশটার দিকে মেয়ের কান্নার শব্দ শুনে তার বাবাসহ প্রতিবেশিরা বাহির হয়। এমন অবস্থায় ছাত্রীর ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় শহিদকে আটক করে পরিবারের লোকজন।

পরে ওই রাতেই থানার টহল পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। ্এঘটনায় বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষনের আভিযোগে শহিদকে আসামী করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন মেয়ের বাবা।

এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান আটককৃতকে নাটোর জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং ওই ছাত্রীকে নাটোর সদর আধুকি হাসপাতালে শারিরীক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়