শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৭, ০২:৫১ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৭, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের জন্য বড় প্ল্যাটফর্ম ‘বিপিএল’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তরুণ সাইফউদ্দিন অলরাউন্ডার সাইফউদ্দিন দক্ষিণ আফ্রিকা সিরিজে একটি ওয়ানডে ম্যাচের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন । যদিও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি দুঃস্মৃতি হয়ে আছে তার জন্য! সাইফউদ্দিনের শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। ৩১ রান দিয়েছিলেন সাইফ। যদিও ওই মুহূর্তের কথা ভুলে যেতে চান তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ক্রিকেটার এই মুহূর্তে মনোযোগ দিতে চান বিপিএলেই। কাল শনিবার থেকে মাঠে গড়াবে পঞ্চম আসর। সেই সাইফ মনে করেন তরুণ ক্রিকেটারদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম এই বিপিএল, ‘বিপিএলটা আমাদের মতো তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সুযোগ আসবে। আমি চেষ্টা করবো নিজেকে আরও উপরে নিয়ে যেতে। চেষ্টা করবো সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে কিছু করতে। কারণ এমন একটি টুর্নামেন্ট তরুণদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম।’

বিপিএলে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তরুণ এই তারকা বলেছেন, ‘জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলে এসেছি, তাই সেরা পাঁচ বোলারের মধ্যে থাকার চেষ্টা থাকবে। দলকে যাতে ভালো কিছু দিতে পারি, সেই চেষ্টাও করবো। যদিও শেষ বছর আমরা দলকে ওইভাবে কিছু দিতে পারিনি। যেহেতু আবার আমাকে দলে নিয়েছে, বিশ্বাস রেখেছে আমার ওপর। তাই চেষ্টা করব দলের জন্য অবদান রাখতে।’

রবিবার স্বাগতিক সিলেট সিক্সার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা। উদ্বোধনী ম্যাচ বলেই নিজেদের প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ মনে করছেন এই অলরাউন্ডার, ‘যে কোনও টুর্নামেন্টেই প্রথম কয়েকটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। যদি কয়েকটা ম্যাচ জিতে যাই, তাহলে আমরা এগিয়ে থাকব।’

দক্ষিণ আফ্রিকা সফরের শেষটা ভালো ছিল না সাইফের জন্য। তাই মিলারের কাছে পাঁচ ছক্কা খাওয়ার অভিজ্ঞতা দ্রুত ভুলে যেতে চান তিনি, ‘আমি নিজেই আসলে ওটা ভুলে গেছি। আমি ভালো খেলি বা খারাপ খেলি- সেটা ভুলে যাই। ভবিষ্যতে কী করব- তা নিয়েই চিন্তা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়